৮ নভেম্বর আর্টসেলের সঙ্গে ঢাকা মাতাবে ৮ ব্যান্ড

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আর্টসেল এর সদস্যরা, ছবি: সংগৃহীত

আর্টসেল এর সদস্যরা, ছবি: সংগৃহীত

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগে ৮ নভেম্বর রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রকারোলা’ শিরোনামের একটি কনসার্ট। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের এই কনসার্টের আয়োজন করেছে।

জানা গেছে, এই কনসার্টয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, আর্বোভাইরাস, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, ডট অন্যতমসহ ৮টি ব্যান্ড।

বিজ্ঞাপন
আর্বোভাইরাস এর সদস্যরা/ ছবি: সংগৃহীত 

এ প্রসঙ্গে আর্টসেল ব্যান্ডের লিড ভোকাল লিংকন ডি কস্তা বলেন, আমাদের দেশে ব্যান্ড সংগীতের সংস্কৃতি অনেক পুরনো। তরুণ শিল্পীদের অনুপ্রেরণা যোগানোর জন্যই গান করি আমরা। অনেকদিন পর রাজধানীতে এতগুলো ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজন আমাদের সাহস দেয়। আশা করছি রকারোলায় শ্রোতাদের খুব ভালো সময় উপহার দিতে পারবো আমরা।

এছাড়া আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টিতে অংশগ্রহণের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।