‘বিবাহ সংকট’-এ উর্মিলা-সজল

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বিবাহ সংকট’ নাটকের দৃশ্য

‘বিবাহ সংকট’ নাটকের দৃশ্য

ড. ইনামুল হকের মেয়ে ঊর্মিলার বিয়ের বয়স হয়েছে। অনেক পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসছে কিন্তু কেউ ঘরজামাই হতে রাজি হচ্ছে না বলে বিয়েতে মত দিচ্ছেন না। অপরদিকে মেয়ে দেখানোর নাম করে তিনি ছেলেদের কাছ থেকে ভালোই কামাচ্ছেন।

কিন্তু পাত্রী দেখানোর নামে বাবার এসব কাণ্ড মেয়ের পছন্দ না। তাছাড়া সে একজনকে ভালোবাসে। ঘরজামাই না পেলে বিয়ে দিতে রাজি নয় বলে বাবার কাছে নিজের প্রেমিকের কথা সাহস করে বলতে পারছে না। অপরদিকে ঊর্মিলার প্রেমিক সজলের মা কিছুতেই ছেলেকে ঘরজামাই থাকতে দেবে না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিবাহ সংকট’।

বিজ্ঞাপন

সুমন আনোয়ারের রচনায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।

নির্মাতা রুমান রুনি বলেন, ‘অনেক মজার একটি গল্প। সবাই খুব মনযোগ দিয়ে কাজটি করেছেন। আশা করছি নাটকটি দর্শকদের বিনোদন দেবে।’

এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, সজল, ঊর্মিলা শ্রাবন্তি কর, নিথর মাহবুব, সাহেলা, শালমা, জিহাদ নূর, ফারদিন, রাহুল, নিয়ামুল প্রমুখ। নাটকের চিত্রগ্রহণ করেছেন বিশ্বজিৎ দত্ত। সম্পাদনা করেছেন রাতুল মাহি। আবহ সংগীত করেছেন নীরব আহমেদ।