মুকুট পরাতে ঢাকায় সুস্মিতা সেন

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুস্মিতা সেন , ছবি: সংগৃহীত

সুস্মিতা সেন , ছবি: সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’র অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে তৃতীয়বারের মত বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় এসেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতাটির আয়োজক কমিটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন সুস্মিতা।

বিজ্ঞাপন

জানা গেছে, আজকের চূড়ান্ত পর্বে সেরা দশ প্রতিযোগী অংশ নেবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হবেন তার মাথায় পরানো হবে ২০ লাখ টাকা মূল্যের হীরার মুকুট। যাতে থাকবে ৭৫০টি হীরা এবং বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ এর বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। এবার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে আজকের বিজয়ী ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’।