ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস পেলেন যারা
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’র প্রথম আসর। ২২ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় শুরু হয়ে আয়োজনটি চলে মধ্যরাত পর্যন্ত।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে শুরু হয় টিএম ফিল্মস নিবেদিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’র প্রথম আসর। এরপর দেখানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র। এর মাঝে নবরাত্রী মিলনায়তন ভর্তি হয়ে গেছে দুই বাংলার তারকায়। সন্ধ্যা হতেই মিলনায়তনে একে একে হাজির হতে থাকেন দুই বাংলার কিংবদন্তি সব অভিনেতা-অভিনেত্রীরা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী, বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কলকাতার জনপ্রিয় নির্মাতা গৌতম ঘোষ, পশ্চিমবঙ্গের পর্যটক মন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান ও বিবিএফএ এর সমন্বয়ক তপন রায়।
এরপর মঞ্চে আসেন ওপার বাংলার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলি ও বাংলাদেশের শাহরিয়ার নাজিম জয়। একে একে মঞ্চে ডাকা হয় দুই বাংলার তারকাদের। এরপর দুই বাংলার শিল্পীদের আয়োজনে নাচ ও গানের মাধ্যমে চলতে থাকা অনুষ্ঠানের মাঝে ঘোষণা করা জয় ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৯’ বিজয়ীদের নাম।
এক নজরে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৯’:
বাংলাদেশ
সেরা চলচ্চিত্র: দেবী
জনপ্রিয় চলচ্চিত্র: পাসওয়ার্ড
জনপ্রিয় অভিনেত্রী: জয়া আহসান
সেরা অভিনেত্রী: জয়া আহসান
সেরা অভিনেতা: সিয়াম আহমেদ
পপুলার অ্যাক্টর অব দ্য ইয়ার: শাকিব খান
সেরা পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ
সেরা চিত্রনাট্যকার: ফেরারী ফরহাদ
সেরা সিনেমাটোগ্রাফার: কামরুল হাসান খসরু
সেরা ভিডিও এডিটর: তৌহিদ হোসেন চৌধুরী
সেরা সঙ্গীত পরিচালক: হৃদয় খান
সেরা গায়ক: ইমরান মাহমুদুল
সেরা গায়িকা: কোনাল ও ঐশী
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা: ইমন
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: জাকিয়া বারী মম
বিশেষ জুরি অ্যাওয়ার্ড: তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মিম
ভারত
সেরা চলচ্চিত্র: নগর কীর্তন
জনপ্রিয় চলচ্চিত্র: ব্যোমকেশ গোত্র
জনপ্রিয় অভিনেত্রী: ঋতুপর্ণা সেনগুপ্ত
সেরা অভিনেত্রী: পাওলি দাম
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
পপুলার অ্যাক্টর অব দ্য ইয়ার: জিৎ
সেরা পরিচালক: সৃজিত মুখার্জি
সেরা চিত্রনাট্যকার: পরমব্রত চট্টোপাধ্যায়
সেরা সিনেমাটোগ্রাফার: সৃজিত মুখার্জি
সেরা ভিডিও এডিটর: সংলাপ ভৌমিক
সেরা সঙ্গীত পরিচালক: বিক্রম ঘোষ
সেরা গায়ক: অনির্বাণ ভট্টাচার্য
সেরা গায়িকা: নিকিতা গান্ধী
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা: অর্জুন চক্রবর্তী
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: সুদীপ্তা চক্রবর্তী
বিশেষ জুরি অ্যাওয়ার্ড: রুদ্র নীল রায় ঘোষ, আবীর চ্যাটার্জি ও নবনী।