আ.খ.ম হাসান এখন ‘কালো জামাই’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘কালো জামাই’ নাটকের দৃশ্য

‘কালো জামাই’ নাটকের দৃশ্য

আবুল কালামের (আ.খ.ম হাসান) গায়ের রং কুচকুচে কালো বলে গ্রামের মানুষের কাছে সে কালু নামে পরিচিত। তবুও সবসময় হাসি-খুশি থাকে সে। বাসর ঘরে কালুকে দেখে তার স্ত্রী মিথিলা (অরিন) অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষের কাছে রটে যায় কালুর বউ বাসর ঘরে ফিট খাইছে। এই ঘটনার পর গ্রামের অনেকে কালুকে কাউয়া বলতে শুরু করে।

অন্যদিকে কালুর ভায়রা ভাই রিজু (নিথর মাহবুব) সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সবসময় পঞ্চমুখ থাকে। আর সুযোগ পেলেই নিজের সঙ্গে তুলনা করে কালুকে হেয় করার চেষ্টা করে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কালো জামাই’।

বিজ্ঞাপন

স্বপ্ন কারিগর ব্যানারে নির্মিত নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় ছিলেন আর আইচ সোহেল। নির্বাহী প্রযোজক বেগম রোকেয়া।

নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে- সীমানা শীলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিন প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।