এখন আর মণ্ডপে মণ্ডপে যাওয়ার বয়স নেই: চঞ্চল চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত

ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর এবার দুর্গাপূজা কাটছে তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে। সেখানে বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে এবারের পূজার আনন্দ ভাগ করেন নিচ্ছেন এই অভিনেতা। বার্তাটোয়েন্টিফোর.কমের এক আলাপচারিতায় এমনটি জানালেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা পূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ালেও চঞ্চল চৌধুরী বাড়িতে বসেই পূজার ছুটি কাটাচ্ছেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘আগে এক সময় মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। এখন আর মণ্ডপে মণ্ডপে ঘুরতে যাওয়ার বয়স নেই। বাসায় বসে পূজার ছুটি কাটাচ্ছি।’

এই অভিনেতা আরও জানলেন, দশমীর পরদিন তিনি ঢাকার ফিরবেন। তারপর আবার কাজে যোগ দিবেন।

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী ১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ফরিদুর রহমানের ‘গ্রাস’ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার পদার্পণ। ২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ সিনেমার মাধ্যমে তিনি বড়পর্দায় পা রাখেন।