‘ইত্যাদি’তে রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও হানিফ সংকেত

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও হানিফ সংকেত

কিশোরগঞ্জে হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লী যেন নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলীতে সাজানো। সেখানেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে।

তবে চমকপ্রদ তথ্য হলো- এবার ‘ইত্যাদি’তে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে রাষ্ট্রপতি আবদুল হামিদকে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে অনুষ্ঠানটির সঞ্চালক হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, “এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে দ্বীপের মত ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িও এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর। আজকের পর্বে দেখতে পাবেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছেন- তখনকার আর এখনকার হাওর সম্পর্কে তার উপলব্ধির কথা, সাধারণ মানুষের সাথে তার সম্পর্কের কথা। বলেছেন জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ চলার পথের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথা।”

শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‌‌‘ইত্যাদি’র বিশেষ এই পর্বটি।