বাংলাদেশের ওয়েব সিরিজে সমরেশ মজুমদারের গল্প

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সমরেশ মজুমদার ও বায়োস্কোপ’র লোগো , ছবি: সংগৃহীত

সমরেশ মজুমদার ও বায়োস্কোপ’র লোগো , ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে কলকাতার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার ঢাকায় অবস্থান করেছেন। অংশ নিয়েছেন নিজের নতুন বই ‘অপরিচিত জীবনযাপন’ এর প্রকাশনা উৎসবে।

তবে এর বাইরের খবর হল, সমরেশ মজুমদারের গল্পে বাংলাদেশে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। এরই মধ্যে গল্পের স্বত্ব কিনেছে প্রযোজনা সংস্থা আলফা-আই। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য নিশ্চিত করেছে আলফা-আই’য়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

বিজ্ঞাপন

বাংলাদেশের ওয়েব সিরিজে সমরেশ মজুমদারের গল্প

শাহরিয়ার শাকিল বলেন,‘আমরা ওয়েব সিরিজের গল্প ও এর স্বত্ব নিয়ে সমরেশ মজুমদারের সঙ্গে দেখা করেছি। আলফা-আই গল্পের স্বত্ব কিনেছে। নির্মাণ করবে বিনোদন প্ল্যাটফর্ম বায়োস্কোপ।পরিচালক এবং কলাকুশলী এখানো ঠিক হয়নি। এর বাইরে আর কিছু এখন জানাতে চাইছি না।’