কনসার্টে বিক্রিত টিকিটের সংখ্যা গুনে গাছ লাগাবেন অনুপম

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুপম রায়, ছবি: সংগৃহীত

অনুপম রায়, ছবি: সংগৃহীত

২০১০ সালের এই আগস্ট মাসেই সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ শিরোনামের দুইটি গান গেয়ে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন অনুপম রায়। এরপরের গল্পটা ইতিহাস।

আর এই হিসাবে ইন্ডাস্ট্রিতে ৯ বছর পার করলেন অনুপম। সেজন্য আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে একটি সোলো কনসার্টের আয়োজন করেছেন কলকাতার এই গায়ক। কনসার্টের নাম রেখেছেন ‘ভালবাসা বাকি আছে’।

বিজ্ঞাপন

তবে এই আয়োজনের সবচেয়ে মজার ব্যাপার হল, এই অনুষ্ঠানে যতগুলো টিকিট বিক্রি হবে, শহরে ঠিক ততগুলো তগুলো গাছ লাগাবেন অনুপম রায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/29/1567073355915.jpg

কনসার্ট সর্ম্পকে অনুপম বলেন, ইচ্ছেটা অনেকদিন ধরেই ছিল, নিজের একটা সোলো কনসার্ট করার। কিন্তু সিনেমা এবং বিজ্ঞাপনের কাজের ব্যস্ততায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে সুযোগটা পেলাম।

গাছ লাগানো প্রসঙ্গে অনুপম বলেন, আমি তো ‘এবার মরলে গাছ হব’ রিলিজ করেছিলাম, সেখানেও বক্তব্যটা একইরকম ছিল। তবে আমার মনে হয়েছে, গানের পাশাপাশি যদি হাতেকলমেও এই উদ্যোগটা নিই, তা হলে মানুষের কাছে আরও বেশি করে পৌছতে পারব।