এক বছর পর ঈদে তৌকিরের ৩ নাটক

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তৌকির আহমেদ

তৌকির আহমেদ

এক বছর পর নাটক নির্মাণে ফিরেছেন জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদ। ঈদুল আজহায় ‘পাদুকা সমাচার’, ‘স্বর্ণলতা’ ও ‘রক্ত ঋণ’ নামে ৩টি নাটক রচনা ও পরিচালনা করেছেন এই গুনী নির্মাতা।

এরইমধ্যে ‘পাদুকা সমাচার’ নাটকের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করছেন তৌকির আহমেদ, রওনক হাসান, নাজিয়া হক অর্ষাসহ অনেকে। এছাড়া স্বর্ণলতা ও রক্ত ঋণ নাটকের কাজ শিগগিরই শুরু হবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর নাটকে কাজ করা প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরেই টেলিভিশন নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। এবার শুরু করলাম। আগামী ঈদুল আজহায় নাটকগুলো টিভিতে প্রচার হবে। পাশাপাশি অন্য পরিচালকদের নাটকেও অভিনয় করছি। পরবর্তী সিনেমার কাজ শুরুর আগে নাটক নিয়েই হয়তো সময় কাটবে।

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি তৌকির আহমেদ পরিচালিত ষষ্ঠ সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেয়েছে।