ভারত-পাকিস্তানের খেলা, মাঠে তারার মেলা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারত-পাকিস্তানের খেলা দেখতে মাঠে বলিউড, হলিউড ও টেলিভিশন তারকারা

ভারত-পাকিস্তানের খেলা দেখতে মাঠে বলিউড, হলিউড ও টেলিভিশন তারকারা

ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই দিনটির জন্যই হয়তো অপেক্ষা করছিলেন সম্পূর্ণ ভারত ও পাকিস্তানবাসী। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিলো দল দুটি। যেখানে বৃষ্টি আইনে ৮৯ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

এদিকে, ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য মাঠে হাজির হয়েছিলেন বলিউড, পাকিস্তান ও ছোটপর্দার বেশ কয়েকজন তারকা। চলুন ছবিতে দেখে নেওয়া যাক কোন কোন তারকারা হাজির হয়েছিলেন মাঠে নিজেদের দলকে সমর্থন জানাতে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764616074.jpgঅভিনেতা বোমান ইরানি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764633261.jpgবন্ধুদের নিয়ে খেলা দেখতে এসেছিলেন পাকিস্তানি অভিনেতা আলি ফজল।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764678946.jpgটেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা-উপস্থাপক করণ ওয়াহি-ঋতিক ধনজানি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764695824.jpgটেলিভিশন জুটি সুয়াশ রাই এবং কিশওয়ের মার্চেন্ট।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764718301.jpgপাকিস্তানের পতাকা হাতে মডেল-অভিনেত্রী মওরা হোকানে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764781600.jpgসংগীতশিল্পী রাহুল বিদ্যা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764798460.jpgঅভিনেত্রী রাকুল প্রীত।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/17/1560764815626.jpgবলিউড সুপারস্টার রণবীর সিং।

বিজ্ঞাপন