র‌্যাম্পে হাঁটতে গিয়ে ব্রাজিলিয়ান মডেলের মৃত্যু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মডেল টেলস সোয়র্স

মডেল টেলস সোয়র্স

চারদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। দর্শকাসনে বসে রয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। ক্যাটওয়াক করে মঞ্চ মাতাচ্ছেন মডেলরা। কিন্তু র‌্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে যায় এক মডেল। ছুটে আসেন সকলে।

প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো জুতার লেসের সঙ্গে পা জড়িয়ে পড়ে গিয়েছেন মডেল টেলস সোয়র্স। কারণ র‍্যাম্পে হাঁটার সময় এমন ঘটনা আগেও ঘটেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভাঙে। জানা যায় মারা গিয়েছেন ওই মডেল।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। সেখানে চলছিল ফ্যাশন উইক। শনিবার ছিল ফ্যাশন সপ্তাহের শেষ দিন।

উদ্যোক্তরা জানিয়েছেন, মৃত মডেলের নাম টেলস সোয়র্স। ২৬ বছর বয়সী এই মডেল ক্যাটওয়াক করতে গিয়ে হঠাৎ জুতার লেসে পা জড়িয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে, এখনও পর্যন্ত টেলসের মৃত্যুর প্রকৃত কোনও কারণ জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে জিরো ফিগার বানাতে গিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছিলেন ওই মডেল। আর সেটি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।