শাহনাজ রহমত উল্লাহর কালজয়ী ১০ গান

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

শাহনাজ রহমত উল্লাহ

শাহনাজ রহমত উল্লাহ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ছোটবেলাতেই শিল্পী হিসেবে পরিচিতি পান শাহনাজ রহমত উল্লাহ। মাত্র ১১ বছর বয়সে ১৯৬৩ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন। সেই থেকে ১৯৮৫ সাল পর্যন্ত নিয়মিত গান করেছেন। টেলিভিশনে গান গাইতে শুরু করেন ১৯৬৪ সাল থেকে। সত্তরের দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন। পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কারসহ বহু সম্মাননা।

বিজ্ঞাপন

জীবনের শেষ দিকে সঙ্গীত ছেড়ে দিয়েছিলেন শাহনাজ রহমত উল্লাহ। তবুও তার গাওয়া গানের মাঝে তার ভক্ত শ্রোতারা তাকে খুঁজে বেড়াতেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় এই গায়িকার গাওয়া গানগুলো।