৯১তম অস্কারে সেরা চলচ্চিত্র‌ ‘গ্রিন বুক’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘গ্রিন বুক’ ছবির দৃশ্য

‘গ্রিন বুক’ ছবির দৃশ্য

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরের সর্বোচ্চ পুরস্কার সেরা চলচ্চিত্র হয়েছে ‘গ্রিন বুক’। অস্কার মঞ্চে এই ঘোষণা দেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস।

একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘রোমা’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ভাইস’।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।