সফল তরুণ উদ্যোক্তা সম্মাননা পেলেন আহমেদ বিন সজিব
সফল তরুণ উদ্যোক্তা হিসেবে ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা পেলেন মোবাইল ফিক্সার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ বিন সজিব।
গত ২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে জমাকলো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ এর তৃতীয় আসর। সেখানে শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকাদের পাশাপাশি অন্যান্য পেশার সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদাণ করা হয়।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে আহমেদ বিন সজিব বলেন, ‘প্রাপ্তি ও অর্জন বরাবরই অনুপ্রাণিত করে। এই সম্মাননা সাধারণ মানুষের কাছে আমার ও আমার প্রতিষ্ঠানের দ্বায়বদ্ধতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মোবাইল ফিক্সার আগামীদিনে ক্রেতা সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে অঙ্গিকারবদ্ধ থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নতুনধরা গ্রপের ম্যানেজিং ডিরেক্টর এবং বাইফা অ্যাওয়ার্ডের চিফ অ্যাডভাইজার ড. মোহাম্মদ সাদী উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম, গ্লোবাল ব্র্যান্ডের প্রেসিডেন্ট রাজু আলিমসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-এর ফাউন্ডার শাহরিয়ার স্বপন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও লারা লোটাস। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সুপরিচিত ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক। সবগুলো পরিবেশনা কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।