ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।
এবার এই অভিনেত্রীর জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তবে কী বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।
ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।
‘ভূতপরী’ সিনেমাগত বছরও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (ইফি) রেকর্ড গড়েছিলেন দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান। তিন ইন্ডাস্ট্রির পাঁচ সিনেমা নিয়ে উৎসবে যোগ দিয়েছিলেন জয়া। এবারও এই উৎসবে থাকছেন জয়া। ফেস্টিভ্যালের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রদর্শিত হবে জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি।
‘ভূতপরী’র সঙ্গে আছে আরো দুটি বাংলা সিনেমা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘আমার বস’ ও সৌরভ পালোধীর ‘অংক কী কঠিন’ প্রতিযোগিতা করছে এ বিভাগে। আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হবে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। উৎসবের পর্দা নামবে ২৮ নভেম্বর।
ভূতের ভয় আর রহস্য নিয়ে ভূতপরী বানিয়েছেন সৌকর্য ঘোষাল। এক নারী ১৯৪৭ সালে মারা যায়। বর্তমান সময়ে এসে তার অতৃপ্ত আত্মার সঙ্গে দেখা হয় এক বাচ্চা ছেলের, যার হাত ধরে সে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সে অতৃপ্ত আত্মা আবিষ্কার করে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন! এ ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরো আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিশান্তক মুখার্জি প্রমুখ। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গে।
এদিকে দুই বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের একাধিক সিনেমা। তালিকায় আছে ‘জয়া আর শারমিন’, পশ্চিমবঙ্গের ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ওসিডি’ সিনেমাগুলো।
কয়েক মাস আগেই জয়া প্রথমবার নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। আশফাক নিপুনের ‘জিম্মি’ সিরিজে দেখা যাবে তাকে। গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি। শিগগির শুটিং শুরু হওয়ার কথা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে কানাডায় গিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে দেড় মাস ছিলেন। কয়েকটি শোতে অংশ নিয়েছেন। এরপর ১৭ আগস্ট দেশে ফিরেছেন এই তারকা।
তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীপন্থী অনেক তারকার মতো তিনিও সমালোচনার বাইরে ছিলেন না। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেষ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত এজন্যই ট্রলের শিকার হতে হয়েছে ফারিয়াকে। তবে এতোদিন সবটা নিরবে সহ্য করেছেন তিনি।
তবে সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’
মুজিব সিনেমায় অভিনয় করলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলে জানালেন ফারিয়া। তিনি বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের মেধা দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়ে ফারিয়ার বক্তব্য, ‘দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।’
এদিকে, নুসরাত ফারিয়া গতকাল পারফর্ম করেছেন লন্ডনের বিসিএ ১৭তম পুরস্কারের মঞ্চে। সেখান থেকে এই ছবিগুলো পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা ছিল।’
আগামী ২ নভেম্বর ৫৮ পার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সে উপলক্ষ্যেই কিং খান এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে। শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।
শাহরুখের এই উনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।
একটু আগেই প্রকাশিত হলো ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার।
পরীকে যারা অনুসরণ করেন তারা ভালোই জানেন, এই কাজটি নিয়ে তিনি কতোটা এক্সাইটেড। প্রচার-প্রচারণায় কোন কমতি রাখছেন না এই নায়িকা।
এবার ট্রেইলার দেখে বোঝা গেলো কেন পরীমণি ‘রঙিল কিতাব’ নিয়ে এতোটা এক্সাইটেড! কাজ ভালো হলে তা দর্শককে দেখানোর জন্য অভিনয়শিল্পী তো এক্সাইটেড থাকবেনই। আর এটাও সত্যি যে ভালো কাজ হলে তা দর্শকের কাছে পৌঁছতেও বেশি সময় লাগে না। তাইতো অল্প সময়েই ট্রেইলারটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। হইচই বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত ট্রেইলারটির মন্তব্যের ঘরে শুধুই প্রশংসা দেখা যাচ্ছে। দর্শক বলছে, এটিই পরীর এ পর্যন্ত করা সেরা কাজ।
‘রঙিলা কিতাব’-এ পরীকে দেখা যাবে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে। তিনি এখানে একজন পাতি গুণ্ডার স্ত্রী। বুঝতেই পারছেন চরিত্রটিতে নেই কোন গ্ল্যামারের ছোঁয়া। কিন্তু পরী তার অভিনয়ের গ্ল্যামার দিয়ে দর্শক ধরে রাখবেন, ট্রেইলার দেখে এটা আন্দাজ করাই যায়।
পরী ব্যক্তিজীবনেও দুই সন্তানের মা। তাই গর্ভবতী চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তোলা তার জন্য সহজ হয়েছে। তার হাটা চলা, কথা বার্তা এমনকি গর্ভবতী অবস্থায় একজন নারীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সুক্ষ বিষয়গুলোও পরী খেয়াল রেখেছেন। এ ক্ষেত্রে ‘দেবী’ সিনেমাখ্যাত গুণী নির্মাতা অনম বিশ্বাসের কৃতিত্ব রয়েছে অনেকখানি। তিনি এই সিরিজের নির্মাতা। পরীকে দিয়ে তার সেরাটা বের করে নিতে পেরেছেন অনম, এজন্যই দর্শক বলছে এটি পরীর সেরা কাজ হতে চলেছে।
হইচই-এর এই সিরিজটি তৈরি হয়েছে কিঙ্কর আহসানের বেস্ট সেলার উপন্যাস থেকে। নির্মাতা অনম বিশ্বাস দারুণভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন। দর্শক বলছে, ট্রেইলারে যে সাসপেন্স তিনি রেখেছেন তাতে পুরো সিরিজটি দেখার বিষয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘রঙিল কিতাব’ ওয়েব সিরিজে একজন পাতি গুণ্ডা তার পেশাগত ঝামেলার জন্য সন্তানসম্ভভা স্ত্রীকে ট্রাপে ফেলে দেন। এরপর পরিবারকে বাঁচাতে তার নিদারুণ প্রয়াস দেখা যাবে এতে। পরীর স্বামীর চরিত্রে অনবদ্য লেগেছে মোস্তাফিজুর নূর ইমরানকে। এছাড়া খল চরিত্রে মেধাবী অভিনেতা ফজলুর রহমান বাবুর অভিনয় এবং পাথর বসানো একটি চোখ দারুণ ভীতির সঞ্চার করে। সিরিজটিতে আরও দেখা যাবে ইরেশ যাকের, মনোজ প্রমাণিক-এর মতো দক্ষ অভিনয়শিল্পীদের। রয়েছে সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কম্পোজার ইমরানের সাড়া জাগানোর মতো একটি গান।
‘রঙিল কিতাব’ ওয়েব সিরিজটি আসছে ৮ নভেম্বর মুক্তি পাবে হইচইতে।