ম্যাডোনার এবারের প্রেমিক ৩৮ বছরের ছোট
বয়সে ছোট ছেলেদেরই বোধ হয় বেশি পছন্দ পপ কুইন ম্যাডোনার। তাইতো একের পর এক কম বয়সী ছেলের প্রেমে পড়ছেন এই বিশ্ববিখ্যাত সঙ্গীত তারকা।
নিজের বয়স সত্তর ছু্ইঁ ছুঁই, কিন্তু প্রেম ছাড়া থাকতে পারেন না এই শিল্পী। তাইতো ব্রেকাপের কয়েক মাসের মাথায় নতুন প্রেমে জড়িয়ে ফেলেন নিজেকে।
তারই ধারাবাহিকতায় নতুন প্রেমে মজেছেন ম্যাডোনা। দুজন মিলে লন্ডনে বেড়াতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।
নতুন প্রেমিকের চেয়ে ৩৮ বছরের ছোট বড় ম্যাডোনা। প্রেমিকের সঙ্গে তার বয়সের ব্যবধান নিয়েই বিস্তর আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। ৬৬ বছর বয়সী ম্যাডোনা প্রেমে পড়েছেন ২৮ বছরের আকিম মরিসের।
এখন প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন ম্যাডোনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে লন্ডন সফরের একাধিক ছবি পোস্ট করলেন তিনি।
কোথাও তাদের গান করতে দেখা যাচ্ছে, কোথাও আবার প্রেমিককে ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।
স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে একটি ছবিতে চেলসি ফুটবল দলের খেলা উপভোগ করতে দেখা গেছে তাদের। ছবিটিতে প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সংগীতের রানিকে।
গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৪ জুলাই প্রথমবার মরিসের সঙ্গে ছবি পোস্ট করেন গায়িকা।
খবর: পিপপলডটকম