খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি দেয়নি পরিবার
গতকালই খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে সিনেমা নির্মাণ হলে সেটি তো আলোচনায় আসবেই! জানা যায়, ছবিটির নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম কে জামান। ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।
নির্মাতা এ কে জামান গণমাধ্যমে জানান, জিয়া পরিবারের সম্মতিসহ ছবির পাণ্ডুলিপির কাজ শেষ! এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। শুটিং শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে। তিনি আরও জানান, ‘এটা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়। এই ছবি নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে। এরমধ্যে ম্যাডামের (বেগম জিয়া) নানা তথ্য সংগ্রহ করেছি। জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি দেখতে হবে।’
তবে খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর খবরটি পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই নেত্রীর রাজনৈতিক দল বিএনপি’র শীর্ষ নেতারা। কারণ, এমন কোনও তথ্যই তাদের কাছে নেই। জিয়া পরিবারের সঙ্গে আলাপ করে দলটির পক্ষ থেকে এই মর্মে একটি প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে।
এমন চমকদার খবরের প্রতিক্রিয়া হিসেবে বিএনপি’র দাফতরিক প্রতিক্রিয়া হলো, ‘বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনও সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনও প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনও সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।’
এদিকে ছবিটি নিয়ে বিএনপি’র দলীয় যে প্রতিক্রিয়া, সে সম্পর্কে নির্মাতা এম কে জামানের কোনও মন্তব্য পাওয়া যায়নি।