অবশেষে মালয়েশিয়ায় ‘তুফান’
সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ অবশেষে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও মালয়েশিয়াতে সে সময় মুক্তি পায়নি।
সেন্সর জটিলতার কারনে দুইবার তারিখ পরিবর্তন হওয়ার পর আজ সোমবার সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানী জেটিজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: রাসেল জানিয়েছেন, ‘তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি ভাষাভাষিদের জন্য। দেখা হবে সবার সাথে সিনেমা হলে ২৩ আগস্ট ২০২৪ থেকে। পুরো মালয়েশিয়াজুড়ে তুফান ঝড় উঠবে। সবাইকে সিনেমা হলে এসে সিনেমা দেখার আমন্ত্রন রইলো।’
জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি বলেন, ‘মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে আছে তুফান দেখার জন্য। তাদের কাছ থেকে এত বেশি সাড়া পাবো মার্কেটিং ক্যাম্পেইন করতে এসে তা আগে বুঝিনি। কালকের ভেতর মালয়েশিয়ার হল লিস্ট আমরা প্রকাশ করবো। সকল বাংলাদেশি ভাই বোনদের সিনেমা দেখার আমন্ত্রন রইলো।’
শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী অভিনীত তুফান মুক্তি পেয়েছিলো গত ঈদুল আযহায়। তুফান ঝড়ে আগেই লন্ডভন্ড হয়েছে বাংলা চলচ্চিত্রের সব হিসেব-নিকাশ। তুফান দেশের গন্ডি পেরিয় মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ড, ইইউই, ওমেন, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরে। তুফানের আন্তর্জাতিক শুভমুক্তি অগ্র যাত্রা এখনও চলমান। এবার তুফান মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লি:, চরকি ও কলকাতার এসভিএফ।