প্রথম দিনেই নতুন ইতিহাস গড়লো শ্রদ্ধার ‘স্ত্রী ২’
শ্রদ্ধা কাপুর শুধুই কাজ নিয়ে আলোচনায় থাকেন, তাকে পাওয়া যায় না অযথা কোন প্রচারণায়। তাই হয়তো অন্য অনেক নায়িকাদের মতো চর্চিত তিনি নন।
তাই ক্যারিয়ারে এতোগুলো ব্যবসাসফল ছবি থাকার পরও যারা মনে করেন শ্রদ্ধা কাপুর হারিয়ে যাচ্ছেন তাদেরকে আরেকবার কাজ দিয়েই জবাব দিলেন এই নায়িকা।
গতকাল মুক্তি পেয়েছে অমর কৌশিক পরিচালিত শ্রদ্ধার বহুল আলোচিত হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’। এটি তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী’র সিক্যুয়াল। এই ছবিতে তিনি ছাড়া আর কোন সুপারস্টার নেই। ফলে ছবির সফলতা-ব্যর্থতার দায় অনেকখানি তার উপরেই নির্ভর করে।
আজ বলিউডের প্রখ্যাত বানিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটি নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্ত্রী ২ ইতিহাস তৈরি করেছে! যখন বক্সঅফিস কথা বলে তখন আর কিছু কলার দরকার হয় না।’
এই বিশ্লেষক জানিয়েছেন, ‘‘স্ত্রী ২’ মুক্তির আগের সকল প্রত্যাশা এবং ধারণার চেয়ে ভালো ব্যাবসা করেছে প্রথম দিনে। ২০২৪ সালে প্রথম দিনের আয়ে ছবিটি বলিউডের সব ছবিকে পেছনে ফেলেছে।’’
শুধু তাই নয়, ‘স্ত্রী ২’ নতুন ইতিহাস তৈরী করেছে সর্বকালের বলিউড সিনেমার প্রথম দিনের আয়ের দিক দিয়েও। এই তালিকায় সবচেয়ে উপরে আছে বলিউড কিং শাহরুখ খানের গত বছরের ছবি ‘জাওয়ান’। এতোদিন দ্বিতীয় নম্বরে ছিলো শাহরুখেরই আরেক ছবি ‘পাঠান’। কিন্তু এখন সেই জায়গাটি দখল করে নিয়েছে শ্রদ্ধা কাপুরের নতুন ছবি ‘স্ত্রী ২’।
তরণ আদর্শ পরিসংখ্যান দিয়েছেন, এর আগে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ছবি ছিলো শাহরুখ খানের ‘জাওয়ান (৬৫ কোটি ৫০ লাখ রুপি)’, একই নায়কের ‘পাঠান (৫৫ কোটি রুপি)’, রণবীর কাপুরের ‘এনিম্যাল (৫৪ কেটি ৭৫ লাখ রুপি)’, ইয়াশের ‘কেজিএফ ২ হিন্দি ভার্সন (৫৩ কোটি ৯৫ লাখ রুপি)’, হৃত্বিক রোশন-টাইগার শ্রফের ‘ওয়ার (৫১ কোটি ৬০ লাখ রুপি)’ ও আমির খানের ‘ঠগস অব হিন্দুস্তান (৫০ কোটি ৭৫ লাখ রুপি)’।
আর ‘স্ত্রী ২’র প্রথম দিনের আয় ৬০ কোটি রুপির বেশি। যেখানে এই ছবির প্রথম পার্ট এক সপ্তাহে আয় করেছিলো ৬০ কোটি রুপি।
তরণ আদর্শ আরও বলেছেন, ‘‘স্ত্রী ২’ আরও দুটি তারকাবহুল ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে। তারপরও এতো ভালো ব্যবসা করছে। যদি এই সপ্তাহে শুধু এই ছবিটি মুক্তি পেতো তাহলে ব্যবসা কেমন হতো ভাবা যায়?’’
‘স্ত্রী ২’-এর সঙ্গে এই সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান অভিনীত ‘খেল খেল মে’ আর জন আব্রাহাম, শর্বরী, তামান্না ভাটিয়া অভিনীত ‘ভেদা’।
‘স্ত্রী ২’-এ ছবিটিতে নায়ক হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, বিজয় রাজের মতো গুণী অভিনেতারা। এই ছবির ‘আজ কি রাত’ আইটেম গানে নেচে ঝড় তুলেছেন জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। এছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ানের মতো তারকা।