আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না: মাহি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু ও মাহিয়া মাহি । ছবি: ইন্সটাগ্রাম

বঙ্গবন্ধু ও মাহিয়া মাহি । ছবি: ইন্সটাগ্রাম

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ রয়েছে তার। গত সংসদ নির্বাচনে প্রার্থীও ছিলেন তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা অনেকেই আছেন আড়ালে। এমনকি বঙ্গবন্ধু’র আদর্শের কথা প্রচার করতে গিয়েও অনেকে হচ্ছেন হেনস্তার শিকার। সেই ভয়কে জয় করেছেন চিত্রনায়িকা মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না। বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।’

মাহিয়া মাহি । ছবি: ইন্সটাগ্রাম

মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সে সময় রাজপথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন। চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান।

বিজ্ঞাপন