সুতি শাড়ি আর খোলা চুলে পরী, বন-নদী-আকাশ মিশে একাকার
গত ১০ আগস্ট ছিলো ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে পূণ্য’র তৃতীয় জন্মদিন।
দেশের অবস্থা বিবেচনায় পরী এবার প্রচুর লোক ডেকে জমকালো আয়োজনে ছেলের জন্মদিন করেননি।
তবে একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। উদযাপন না করলে কী চলে? তাইতো কাছের মানুষদের নিয়ে চলে গিয়েছিলেন সুন্দরবন ঘুরতে।
বড়সড় বোট ভাড়া করে ঘুরেছেন সুন্দরবনের পাশ ঘেয়ে বয়ে চলা চঞ্চলা নদীতে। আর উপভোগ করেছেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট ‘সুন্দরবন’-এর অপার সৌন্দর্য।
বোটের মধ্যেই সুন্দরবনের আদলে ইন্টেরিয়র ডিজাইন করে উদযাপন করেছেন ছেলের জন্মদিন। মা-ছেলের পোশাক থেকে শুরু করে জন্মদিনের কেক, মোটামুটি সবকিছুতেই ছিলো সুন্দরবনের আমেজ।
আর আজ ফেসবুকে পোস্ট করেছেন বোটে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি। যে ছবিগুলোতে বন, নদী, বোট আর আকাশ মিলেমিশে যেন একাকার।
সাদা সুতির শাড়ি, দীঘল কালো খোলা চুলে পরী অদ্ভূত রূপের মায়া ছড়িয়েছেন সেই ছবিগুলোতে। সাজ-সজ্জায় নেই কোন ভারিক্কি- চোখে কাজল, ঠোটে গোলাপি লিপস্টিক আর একটি নরম গোলাপি রঙের গোলাপ গুজে দিয়েছেন কানে। গয়না বলতে রূপার লম্বা ঝোলানো ঝুমকা আর সাবেকি ডিজাইনের মাঝারি নেকলেস।
পরীর মেজাজ বেশ ফুরফুরে, তা ছবিগুলোতে স্পষ্ট। একে তো ছেলের জন্মদিনের আনন্দ, তার ওপর দেশে ক্ষমতার রদবদলে পরী রয়েছেন বেশ স্বস্তিতে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে নানা ধরনের পোস্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার সরকার পতনের দিনেই পরী ফেসবুকে লেখেন, ‘তিন বছর আগে এই ৫ আগষ্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো... প্রকৃতি হিসেব রাখে মা!’
মাত্র এক ঘন্টায় পরীর নতুন এই ফটোশুটের ছবিগুলোতে ৪০ হাজার লাইক আর সাড়ে তিন হাজারের বেশি কমেন্ট যুক্ত হয়েছে।
বেশিরভাগ কমেন্টেই নায়িকার রূপের প্রশংসা। তার ছবিগুলো যে নেটিজেনদের মন ভরিয়েছে সে কথা আর না বললেই চলে। ছবিগুলো তুলেছে: চিত্রদর্পণ।