‘ব্যবসা ভালো না হলে রেগে যান সালমান’
সালমান খানকে বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় তারকা বলা হয়। তার ক্রেজি ফ্যানবেজ রয়েছে, যারা ভাইজান বলতে পাগল। সালমানের যে কোন ছবি দেখার জন্য তাদের মধ্যে হিড়িক পড়ে যায়। সেজন্য এই তারকাকে নিয়ে বড় বড় প্রযোজক ও পরিচালকরা কাজ করতে চান।
সালমান থাকলে তারা সিনেমার বাজেট কিংবা তার পারিশ্রমিক নিয়েও ভাবেন না। কিন্তু নির্মাতা নিখিল আদভানি সালমান খানকে নিয়ে কাজ করতে নারাজ!
‘কাল হো না হো’, ‘পাটিয়াল হাউজ’ ‘ডিডে’, ‘বাটলা হাউজ’খ্যাত এই নির্মাতা সালমানকে নিয়ে ‘সালাম ই ইশক’ ছবিটি করেছিলেন। এমনকি সালমানের প্রযোজনায় সুরোজ পাঞ্চোলি আর আথিয়া শেঠীর ডেব্যু ফিল্ম ‘হিরো’ নির্মাণ করেছিলেন। কিন্তু এখন আর সালমানকে নিয়ে তিনি কাজ করতে চান না।
এমন নয় যে, সালমানের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে। নিখিল বরং এই কথা বললেন, ‘জানি বিপদে একবার ফোন করলেই তিনি (সালমান খান) হাজির হবেন। কিন্তু আমি তাকে নিয়ে কাজ করতে চাই না।’
কেন কাজ করতে চান না সে কথাও বলেছেন এই গুণী নির্মাতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালককে জিজ্ঞাসা করা হয়, সালমানের সঙ্গে তিনি খুব কম সংখ্যায় ছবি কেন করেছেন? নিখিল জানান, ছবির ব্যবসা ভালো না হলে সালমান রেগে যান। তাই তার সঙ্গে ছবি করতে হলে বাড়তি প্রত্যাশা পূরণ করতে হয় পরিচালককে।
নিখিল বলেন, সালমান মানে বড় বাজেটের ছবি। ছবির ব্যবসা ৩০০ কোটির কম হলে তিনি খুবই দুঃখ পান। আমি এই চাপ নিতে চাই না। আমি আমার মতো ছবি করতে চাই।’
ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে নিখিলের পরবর্তী ছবি ‘বেদা’। ছবিতে রয়েছেন জন আব্রাহাম ও শর্বরী।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া