ইতিহাস গড়লো আমির-কিরণের ‘লাপাতা লেডিস’
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রযোজিত ও তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জয়রথ যেন থামছেই না। সিনেমা হলে মুক্তির পর ছবিটিতে বড় কোন তারকা না থাকায় আড়লেই থেকে যায়। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যাবার পর ছবিটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।
সাম্প্রতিক সময়ে এই ছবিটির এতো ইতিবাচক আলোচনা আর কোন হিন্দি ছবিকে নিয়ে হয়নি। এবার প্রশংসিত সিনেমাটি প্রদর্শিত হলো দেশটির শীর্ষ আদালতে সুপ্রীম কোর্টে। এই ঘটনার মাধ্যমে ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস লেখা হলো। এর আগে ভারতের সুপ্রীম কোর্টে কোন চলচ্চিত্র প্রদর্শিত হয়নি।
গতকাল (৯ আগস্ট) সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিস’-এর বিশেষ প্রদর্শনীতে হয়। সেখানে আমির খান ও কিরণ রাওকে স্বাগত জানান দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনিও আগ্রহ নিয়ে পুরো ছবিটি দেখেছেন।
দেশের শীর্ষ আদালতে ‘লাপাতা লেডিস’ প্রদর্শন প্রসঙ্গে এক বিবৃতিতে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তাতে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের ৭৫তম বর্ষপূর্তিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নারী-পুরুষের সমান অধিকারের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলে ‘লাপাতা লেডিস’ ছবির প্রদর্শনী হয়েছে।
পরিচালক কিরণ রাও বলেছেন, ‘‘লাপাতা লেডিস’ সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে যে ইতিহাস তৈরি হলো, তাতে আমার মন আনন্দে ভরে গেছে। আমি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে কৃতজ্ঞ।’’
নববধূ অদলবদলের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য। ছবিটিতে ভারতের গ্রামীণ সমাজের সহজ-সরল মানুষদের জীবনযাত্রায় পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়ে দারুণ বার্তা দেওয়া হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন তিন নতুন মুখ- নিতাংশী গোয়েল, প্রতিভারত্ন, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিশান, ছায়া কদম, গীতা আগারওয়াল প্রমুখ।