প্রেম করছেন ভারতের জাতীয় ক্রাশ তৃপ্তি দিমরী
‘লাইলি মজনু’, ‘বুলবুল’, ‘কালা’ দিয়ে অভিনয় প্রতিভার জানান দিলেও গত বছর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করে রাতারাতি ভারতের জাতীয় ক্রাশে পরিণত হন তৃপ্তি দিমরী।
সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতেও তৃপ্তির যৌন আবেদন ছিলো দেখার মতো। তাই তরুণ প্রজন্মের কাছে তার ক্রেজ তুঙ্গে। অনেকেই তাকে ড্রিম গার্ল ভাবেন।
এরইমধ্যে সামনে এলো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের রোমান্সের খবর। তা শুনে অনেক ভক্তের হয়তো মন ভেঙে যেতে পারে। লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী- এমনটাই জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার আজ একটি আর্টিকেলে বলিউডের তরুণ প্রজন্মের চার অভিনেত্রীর প্রেম নিয়ে ফিচার করেছে। তারমধ্যে তৃপ্তির সঙ্গে তার কথিত প্রেমিকের নাম ও ছবি রয়েছে।
তৃপ্তির আর স্যাম মার্চেন্টের প্রেমের গুঞ্জন শুরু হয় একটি বিয়ের অনুষ্ঠানে তাদের ঘনিষ্ট ছবি প্রকাশের পর। গত সপ্তাহে এক রোমান্টিক ডিনার ডেটে গিয়ে আবারও পাপারাজ্জির ক্যামেরার ধরা পড়েন তৃপ্তি ও শ্যাম। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এরপর থেকেই তৃপ্তির প্রেমের গুঞ্জন আরও জোরাল হয়। স্যামের এক পুরনো ইন্সটাগ্রাম পোস্টে এই জুটিকে একসঙ্গে দেখা যায়। ফলে নেটিজেনরা ধরে ফেলেছেন যে তারা বেশ আগে থেকেই পরিচিত এবং রোমান্টিক সম্পর্ক চলছে অনেকদিন ধরে।
গত ৮ আগস্ট ভারতের জি নিউজ তৃপ্তির কথিত প্রেমিক স্যাম মার্চেন্টের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পাশাপাশি মডেল ও ট্রাভেল ব্লগার। টুকটাক অভিনয়ও করেছেন। স্যাম ‘কাসা ওয়েটার্স’ নামের একটি লাক্সারি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়া ২০২২ সালে ‘গ্ল্যাডর্যাগস ম্যানহান্ট’ মডেল কম্পিটিশনের মাধ্যমে মডেলিং জগতে নজর কাড়েন।