গুঞ্জন সত্যি করে সবিতার সঙ্গে বাগদান সামান্থার প্রাক্তন নাগা চৈতন্যর
নাগা চৈতন্যের জীবনের প্রতিটি বিষয় নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। হবেই বা না কেন? দক্ষিণ ভারতের সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। যেমন হ্যান্ডসাম তেমনি অভিনয় দক্ষতা। তার সঙ্গে আবার তিনি একজন স্টার কিড। তার বাবা নাগার্জুন একই ইন্ডাস্ট্রির মেগাস্টার।
শুধু তাই নয়, সামান্থা রুথ প্রভুর সঙ্গে অনস্ক্রিন এবং অফস্ক্রিন- দুই জায়গাতেই ছিলেন দারুণ জুটি। ফলে দর্শকের পছন্দের শীর্ষে থাকেন তিনি সব সময়। তবে এখন সামান্থার সঙ্গে সেই আইকনিক জুটি আর নেই চৈতন্যের। এখন তারা প্রাক্তন স্বামী-স্ত্রী। শোনা যায়, নাগা পরকীয়ায় আসক্ত হওয়ায় তাকে ছেড়ে দেন সামান্থা। যদিও ক্যামেরার সামনে একে অন্যের বিরুদ্ধে আজেবাজে কথা বলেননি তারা। কিন্তু একটি সুখের সংসার তো আর এমনি এমনি ভেঙে যায় না! তিক্ততা থাকেই কম-বেশি। তাই পর্দাতেও এই জুটিকে আর দেখা যায় না।
সামান্থা এখন দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে দারুণ দারুণ সব কাজ করছেন। তিনি সিঙ্গেল জীবনেই বেশ ভালো আছেন। তবে সামান্থার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পর থেকেই নাগা চৈতন্য আর অভিনেত্রী সবিতা ধুলিপালার প্রেমের গুঞ্জন শুরু হয়। অন্য আট দশজন তারকার মতো তারাও এই সম্পর্ক নিয়ে কখনোই খোলামেলা কিছু বলেননি। কিন্তু গুঞ্জন লেগেই ছিলো।
অবশেষে সেই সকল গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আজ (৮ আগস্ট) সকালে বাগদান সরালেন এই গ্ল্যামারাস জুটি। বাগদানের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন চৈতন্যর বাবা মেগাস্টার নাগার্জুন নিজেই। বাগদানের অনুষ্ঠানে হালকা রঙের পোশাক আর ছিমছাম সাজে তরুণ এই জুটিকে ভীষণ সুন্দর লাগছে। আরেকটি ছবিতে নাগার্জুন তার ছেলে আর হবু পুত্রবধুকে আলিঙ্গন করছেন। বাগদানের ছবি দেখেই বোঝা যাচ্ছে এই সম্পর্ক নিয়ে তারা সবাই কতোটা খুশি। যদিও এই সম্পর্ক নিয়ে সামান্থার কোন মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, সবিতা ঢুলিপালা বর্তমানে বলিউড, দিক্ষণী সিনেমা এবং ওটিটিতে দারুণ সব কাজ করছেন। ২০১৬ সালে ভিকি কৌশলের বিপরীতে ‘রামা রাঘব’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর অ্যামাজন প্রাইম ভিডিও’র সিরিজ ‘মেড ইন হ্যাভেন’-এর একাধিক কিস্তি, নেটফ্লিক্স সিরিজ ‘বার্ড অব ব্লাড’, অ্যান্থোলোজি সিরিজ ‘ঘোস্ট স্টোরিজ’, সাইফ আলী খানের সঙ্গে সিনেমা ‘শেফ’, অনিল কাপুর-আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘দ্য নাইট ম্যানেজার’, ‘মেজর’ ও মনি রত্নমের পরিচালনায় ঐশ্বরিয়া রায়ের সঙ্গে ‘পুন্নেইন সিলভান ১ ও ২’-এ অভিনয় করে নজর কাড়েন তিনি।
হলিউডেও সবিতার অভিষেক হতে যাচ্ছে এ বছর। অস্কারজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়র’খ্যাত নায়ক দেব প্যাটেল পরিচালিত অভিষেক সিমনে ‘মাংকি ম্যান’-এ অভিনয় করেছেন তিনি।