দুই দিন সরাসরি গেয়ে মাতাবেন প্রিয় তারকারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘রক অ্যান্ড রিদম ৪.০ : রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে পুরোনো লাইনআপে থাকবে ব্ল্যাক

‘রক অ্যান্ড রিদম ৪.০ : রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে পুরোনো লাইনআপে থাকবে ব্ল্যাক

রাজধানীতে গরমের মাত্রা একটু কমায় মানুষ জন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাইতো আনন্দ আয়োজনেও আর কোন বাঁধা দেখছেন না আয়োজকরা। তাইতো আজ ও আমাগীকাল- দুই দিনে রাজধানীতে তিনটি বড় পরিসরের কনসার্ট হতে চলেছে।

আজ শুক্রবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ‘রক অ্যান্ড রিদম ৪.০ : রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে পুরোনো লাইনআপে থাকবে ব্ল্যাক। প্রায় ১৯ বছর পর টনি, জাহান, তাহসান, জন কবির ও মিরাজকে একসঙ্গে দেখা যাবে। এতে ব্ল্যাকের বর্তমান সদস্যরাও থাকবেন।

বিজ্ঞাপন

এই কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইটসহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে।

অঞ্জন দত্তকে নিয়ে ‘ইন মেট্রোপলিস ভলিউম ২.০’ কনসার্ট

আর আগামীকাল শনিবার রয়েছে দুটি কনসার্ট। পূর্বাচলের ঢাকা অ্যারেনায় কলকাতার প্রখ্যাত গায়ক অঞ্জন দত্তকে নিয়ে ‘ইন মেট্রোপলিস ভলিউম ২.০’ কনসার্ট রয়েছে।

বিজ্ঞাপন

একই দিনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ‘লাউডার টুগেদার : ক্রিপটিক ফেইট অ্যান্ড নেমেসিস’ শীর্ষক কনসার্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট ও রক ব্যান্ড নেমেসিস গাইবে।

রক ব্যান্ড নেমেসিস