ইরানে পুরস্কারজয়ী সিনেমা নিয়ে প্রথমবার বড়পর্দায় ফারিণ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ফাতিমা’ ছবির পোস্টারে তাসনিয়া ফারিণ

‘ফাতিমা’ ছবির পোস্টারে তাসনিয়া ফারিণ

টেলিভিশন নাটক, ওটিটি, পশ্চিমবঙ্গের সিনেমা এবং গানের জগত মাতিয়ে এবার প্রথমবারের মতো দেশের বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাও আবার যে সিনেমাটি ইরানের সম্মানজনক পুরস্কার জিতেছে সেই ‘ফাতিমা’ ছবিটি দিয়েই সিনেমা হলে অভিষেক হচ্ছে ফারিণের। ২৪ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে, এমনটাই জানান ছবির পরিচালক ধ্রুব হাসান।

ছবিটির মুক্তি উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান আউটকাস্ট ফিল্মসের নিকেতন কার্যালয়ে পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা একত্র হয়েছিলেন। পরিচালক ধ্রুব হাসান জানান, ছয় বছর আগে এই সিনেমার নাম ছিল ‘দাহকাল’। কিন্তু গল্পের বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে পরবর্তী সময়ে নাম বদলে রাখা হয় ‘ফাতিমা’। কিন্তু এটি এখনো আসলে ‘ফাতিমা’র দাহকালের গল্প।

বিজ্ঞাপন
তাসনিয়া ফারিণ

ফিল্মফেয়ার পুরস্কাপ্রাপ্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘অভিনয়জীবনে এটাই আমার প্রথম ছবি। সুন্দরভাবে শুটিং হচ্ছিল, কাজ হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল। লম্বা সময়ের বিরতি পড়ল। আমিও এর মধ্যে নিয়মিত নাটকের কাজ করা শুরু করলাম। প্রায় ছয় বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার ছবিটার কাজ শুরু করতে চান, এটা শুনে আমি একটু অবাক এই হলাম এই ভেবে যে এত বছর পর কি করে সম্ভব হবে এটা আবার শুরু করা! কিন্তু ধ্রুব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে উনি যেকোনোভাবেই হোক ছবিটা শেষ করবেন। শেষ পর্যন্ত তো ছবিটা শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।’

সংবাদ সম্মেলনে তাসনিয়া ফারিণ, পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান ও নির্মাতা ধ্রুব হাসান

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। তিনি বললেন, ‘হঠাৎ একদিন পরিচালক ধ্রুব হাসান আমাকে ফোন করলেন। ভাবলাম, কোনো গান গাইতে বলবেন। কিন্তু তিনি ফোন করে বললেন, “আমার ছবিতে আপনাকে অভিনয় করতে হবে!” শুনে তো আমি অবাক। আমি তো কখনো অভিনয় করিনি। কীভাবে কী করব! কিন্তু রাজি হয়ে গেলাম। কিন্তু শুটিংয়ের এক দিন আগে আমি পরিচালককে বললাম, আমাকে বাদ দেওয়া যায় না? আমি তো সংলাপ বলতে পারব না! কিন্তু পরিশেষে পরিচালক আমাকে দিয়ে খুব ভালো করেই অভিনয়টা করিয়েছেন।’

‘ফাতিমা’ ছবিতে তাসনিয়া ফারিণ ও সুমিত সেনগুপ্ত

‘ফাতিমা’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। ‘ফাতিমা’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপলু আর খান, শাহেদ আলী সুজন, মানস বন্দ্যোপাধ্যায়সহ সব অভিনেতা, ছবির কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীরা।