নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করছেন বুবলী : অপু বিশ্বাস
বিনোদন
২০২০ সালের মার্চে জন্ম হয় শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের। যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন তিনি। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা।
তার কয়েক মাস পরই হঠাৎ বুবলীর সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব খান। যদিও বুবলীর দাবি, তারা সময় নিচ্ছেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। কিন্তু মাঝেমধ্যেই অপু-শাকিব-বুবলী; এই ত্রয়ীর সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
অপু বিশ্বাস ঢালিউড অভিনেতার প্রথম স্ত্রী। শোনা যায়, অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান শাকিব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলী।
এসব বিষয় নিয়ে বুবলীর গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’
বিজ্ঞাপন
বেশ কিছুদিন ধরেই শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা, নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’
বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তা হলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’
কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা খেতাব পান৷ প্রাসঙ্গিক হোক বা অপ্রাসঙ্গিক, যে বিষয়ই তার চোখে বাঁধে, সরাসরি তা নিয়ে মন্তব্য করেন বলিউড কুইন৷ তার এ স্বভাবের শিকার হয়েছেন কর্ণ জোহর, ঋত্বিক রোশন সহ অনেকেই।
বলিউড ছাড়িয়ে এবার কঙ্গনার তোপের মুখে হলিউডও৷ সর্বোচ্চ অ্যাকাডেমিক সম্মান প্রদানকারী পুরস্কার অস্কারের দিকে আঙুল তুললেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা৷ অস্কার ভারত বিরোধী, সবসময়ই ভারতের নেতিবাচক দিক তুলে ধরা সিনেমাগুলোকে বাছাই করে বলে মন্তব্য করেন কঙ্গনা।
অস্কারের দৌড়ে ‘লাপাতা লেডিস’ বাদ পরে যাওয়ায় ক্ষুব্ধ কঙ্গনা৷ অস্কার নাকি ভারতের নেতিবাচক দিক তুলে ধরা সিনেমাকেই শুধু পছন্দ করে৷ যেমন স্লামডগ মিলিয়নিওর৷ ভারতের কোনো ভালো দিক তুলে ধরা সিনেমাকে পছন্দ করে না অস্কার৷ যেমন আমির খান এবং কিরণ রাও-য়ের 'লাপাতা লেডিস' এবং কঙ্গনা অভিনীত 'ইমার্জেন্সি’ সিনেমা।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি৷ তিনি আরও বলেন, ‘পশ্চিমারা বেছে বেছে এমন ছবিগুলোই আমলে নেয়। সবসময় ভারতকে ভিন্ন এজেন্ডাতে নিচু করে দেখাতে পছন্দ করে তারা। তারা মনে করে, ভারতে স্বাধীনভাবে কিছুই করা যায় না। সবসময়ই সামাজিকভাবে বাঁধা আসে।’
নিজের সিনেমা ইমার্জেন্সি সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা। কিন্তু পশ্চিমারা ভারত বর্তমানে যে স্থানে আছে তার মূল্যায়ন করতে চান না। আমি কখনোই এইসব অ্যাওয়ার্ডকে গুরুত্ব দেই না। এমনকি ভারতেও কোনো অ্যাওয়ার্ডও আমাকে টানে না। অবশ্য আমি জানি, ভূরাজনীতি কীভাবে কাজ করে। তবে একজন যোগ্য নাগরিক হিসেবে এইসব পুরস্কারের প্রতি আমাদের আশা রাখা উচিত নয়।’
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃজনশীল সৃষ্টির ধারা বজায় রাখতে ভূমিকা রাখছেন বড় ছেলে নুহাশ হুমায়ুন। ক্যারিয়ারের শুরুর দিকের কাজ দিয়েন আসেন আলোচনায়, বনে যান ভক্তদের পছন্দের পরিচালক। বিভিন্ন জনরায় কাজ করলেও; নুহাশের হরর জনরার প্রতি যে দুর্বলতা আছে, তা স্পষ্ট।
সম্প্রতি ওটিটিতে প্রচার করা হচ্ছে নুহাশ পরিচালিত সিরিজ ‘২ষ’। ৪ পর্বের সিরিজের ৩ টি পর্ব ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’ ও ‘অন্তরা’ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এরপর এর ৪র্থ পর্ব প্রচারের মাধ্যমে ‘পেট কাটা ষ’ সিরিজের ২য় কিস্তির সমাপ্তি ঘটবে। ৯ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে প্রচার করা হবে ২ষ এর শেষ পর্ব ‘বেসুরা’।
এক শিশু কন্যার গল্প দেখানো হয়েছে এখানে। শিশুটির গানের গলা ভালো নয়, তা নিয়ে গ্রামবাসীর আপত্তি। সন্ধ্যার আগে মেয়েটির গলায় সুর না আসলে তাকে নিজের পরিবার ছেড়ে আজীবনের জন্য কসাইয়ের বাড়িতে থাকতে চলে যেতে হবে। বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খোঁজার সময়েই গল্পে আগমন ঘটে ডাইনির।
পরিচালক নুহাশ হুমায়ুন গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান, ২ষ-কে তিনি আলাদাভাবে উপস্থাপন করতে চাচ্ছিলেন। গল্পে কিছু ভিন্নতা আনতে ‘বেসুরা’ বানিয়েছেন তিনি। রিস্ক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, নতুনত্ব রাখতে চেয়েছেন সংলাপ, পোশাক, সাজসজ্জ্বা, কাস্টিং এমনকি মিউজিকেও। ‘বেসুরা’র গল্প লিখেছেন নুহাশ হুমায়ুনের মা গুলতেকিন খান।
সোমবার (৬ জানুয়ারি) চরকিও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে শেষ পর্বের ট্রেইলার প্রকাশ করা হয়। এই পর্বে অভিনয় করার মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করছেন সুমাইয়া শিমু। এছাড়াও প্রথমবারের মতো অভিনয় করছেন সঙ্গীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ২ষ-এর শেষ পর্বের শেষে বিশেষ চমক থাকবে বলে জানা যায়।
ট্রেইলার প্রকাশ করে চরকির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়,‘ লোভের ফাঁদে মানুষের প্রথম পাপ। কোন প্রায়শ্চিত্তে কাটবে আদি অভিশাপ! চরকি’র প্রথম মিউজিক্যাল, নুহাশ হুমায়ূন পরিচালিত “২ষ” এর শেষ পর্ব বেসুরা আষছে ৯ জানুয়ারি।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার।
‘পেট কাটা ষ’- এর প্রথম পর্বে দক্ষিণ এশিয়ায় প্রচলিত অলৌকিক কিছু লোক কাহিনী দিয়ে সাজানো হয়েছিল। সিরিজের ২য় কিস্তি ২য় ষ উপস্থাপন করে সাইকোলজিক্যাল হরর-কে। প্রতিটি পর্বের সঙ্গে অন্য পর্বের পরোক্ষভাবে যোগসূত্র দেখা যায়। শেষ পর্ব কীভাবে পুরো সিরিজকে শেষ করবে সেটাই দেখার বিষয়।
সংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য ঢাকাসহ আট বিভাগীয় শহরে কর্মশালাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’–এর আওতায় আটটি সিনেমা নির্মিত হবে।
আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আট বিভাগে নির্মাণে আগ্রহী তরুণদের নিয়ে কর্মশালা করাবেন আট নির্মাতা। কর্মশালায় প্রশিক্ষিত জনবলকে নিয়ে আটটি সিনেমা নির্মাণ করবেন নির্মাতারা।
নির্বাচিত নির্মাতারা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ূন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ্ আফরিন মৌ ও মোহাম্মদ তাওকীর ইসলাম।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে আট বিভাগীয় শহরে কর্মশালা হবে। আমি বিশ্বাস করি, এটা উন্মাদনা তৈরি করবে। আমাদের মূল লক্ষ্য দেশজুড়ে এ উন্মাদনা তৈরি করা। ওই সব শহর থেকে নির্মাতারা উঠে আসবে ও বাংলাদেশে সিনেমায় নেতৃত্ব দেবে, সেটা আমাদের জন্য গর্বের মুহূর্ত হবে।’
আট নির্মাতা নির্বাচনের জন্য বাছাই কমিটি করেছিল সংস্কৃতি মন্ত্রণালয়। বাছাই কমিটিতে ছিলেন গণমাধ্যম বিশ্লেষক ও অধ্যাপক সুমন রহমান; নির্মাতা তানিম নূর এবং নির্মাতা আদনান আল রাজীব।
সুমন রহমান জানান, গুগল ফরমে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারেন। প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের সরাসরি সাক্ষাৎকার নেওয়ার পর মার্চের মধ্যে চূড়ান্ত করা হবে। জুনে সিনেমা নির্মাণ করা হবে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সরকার ফিল্মমেকারদের কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না। আমরা চাইও না, তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই, এমন ছবি বানাক, যেটা পিস অব আর্ট হবে। কাজটা নিয়ে নিজেরাই গর্ব বোধ করবে। আমি বিশ্বাস করি, এমনটা ঘটলেই আমরা যে ওয়েভ তৈরি করতে চাইছি, সেটার আসল কাজ হয়ে যাবে।’
মাঝারি দৈর্ঘ্যের ছবিগুলো সরকারি অর্থায়নে হবে। তবে ছবিপ্রতি কত অর্থ দেওয়া হবে, সেটা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এর মধ্যে আন্দোলন নিয়ে ছবি থাকতে পারে আবার ফিকশন কিংবা হরর—যেকোনো গল্পের ছবি বানানো যাবে।
ছবিগুলো জুলাইয়ে দেখানো হবে। পাশাপাশি সিনেমা হলে, ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। নির্বাচিত নির্মাতাদের প্রতিনিধি হিসেবে হুমায়রা বিলকিস বলেন, ‘ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে কর্মশালা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে নানা বিভাগের তরুণ নির্মাতারা যুক্ত হতে পারবেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাদের আবির্ভাব ঘটবে।’
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মফিদুর রহমান (অতিরিক্ত সচিব), অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, নির্মাতা তানিম নূর, অনম বিশ্বাস, শঙ্খ দাশগুপ্ত, মোহাম্মদ তাওকীর ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; তাও যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। এমন সময় ছোট মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় ডাইনির কথা। চরকি অরিজিনাল সিরিজ ’২ষ’–এর শেষ পর্ব ’বেসুরা’র ট্রেইলারে এভাবেই দেয়া হয়েছে ঘটনার বর্ণনা। ট্রেইলারের শেষে দেখানো হয়েছে ডাইনির এক ঝলকও।
৬ জানুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ’বেসুরা’র ট্রেইলার। স্বাভাবিকভাবেই সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে এ পর্বে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এবং সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার। ’বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হলো বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার।
ট্রেইলার শুরু হয়েছে সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া ’সা রে গা মা পা’–এর মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। যা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীত সাধক। এর পরেই শোনা যায় ডাইনির কথা। ট্রেইলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থাতেও দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক কী? সেটা জানা যাবে আগামীকাল ৮ জানুয়ারি রাত ১২টা থেকে। ওই দিন চরকিতে প্রকাশ পাবে ’বেসুরা’। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ’২ষ’ সিরিজ।
সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ”ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ’ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফর্ম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।”
অভিনেত্রী জানান, তার চরিত্রের পোশাক, সাজ–সজ্জা খুব মিনিংফুল ছিল। যখনই শুটিংয়ের জন্য প্রস্তুত হতেন তখনই মনে হতো কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে ওটিটির কাজের পেশাদারিত্ব পছন্দ হয়েছে সুমাইয়া শিমুর। বলেন, ’এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব প্রফেশনাল। প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা, তাই আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি।’
’২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসমাইল উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে ইসমাইল উদ্দিন পালাকার বলেন, ’আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পরলাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’
ইসমাইল উদ্দিন পালাকার আরও বলেন, ’প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। কখনও ভাবিওনাই, আমি অভিনয় করব। কাজটা করতে টেনশন হয়নাই। আমিতো অনেক মানুষের সঙ্গেই কাজ করি। অভিনয়েও তাই, অনেক মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাছাড়া গান আর সংলাপ তো আমার মতোই। তাই কোনো অসুবিধা হয় নাই।’
’পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ’২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ’বেসুরা’–তে। নুহাশ বলেন, ’এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর–বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’
নির্মাতা আরও বলেন, ’এবারের সিরিজে আমাদের চেষ্টা ছিল হররটাকে কীভাবে ভিন্ন করা যায়। সেই চেষ্টা থেকে ’বেসুরা’র পরিকল্পনা। এখানে আমরা অনেককিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। সবকিছু বলতে পারছি না এখনই। পর্বটি দেখলে দর্শকরা সেটি বুঝবেন। পোশাক, সাজ–সজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু পাবেন’।
এসবের পাশাপাশি পর্বটিতে থাকছে বিশেষ চমক, যা একদম শেষে পাবেন দর্শকরা। ’বেসুরা’য় অভিনয় করেছেন মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।