প্রচুর অবিচারের শিকার হয়েছি: বাঁধন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন শনিবার (২৮ অক্টোবর)। ৪০ বছরে এসে তিনি স্মরণ করলেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন কথা। দেখতে দেখতে জীবনের ৩৯টি বছর পার করেছেন এই অভিনেত্রী।যেখানে রয়েছে সফলতা ও হতাশার নানা দিক।

এই বিশেষ দিনে ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘হে বিশ্ব!  আজ আমার ৪০তম জন্মদিন! জীবনের চতুর্থ দশক শুরু করলাম আমি। অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে সবচেয়ে সুন্দর এই  নতুন দশক শুরু করেছি।

বিজ্ঞাপন

অনেক কষ্ট ও ভোগান্তি থেকেই আজকের সফলতা এসেছে- এই প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি। ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে!’

জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই বাঁধনের। এমনটি জানিয়ে তিনি লেখেন, ‘জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে! এবং আমি তাই করব। আমি যেমন আছি, সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা।’

জীবনে কিছু ভালো মানুষ পেয়েছেন- উল্লেখ করে বাঁধন যোগ করেন, ‘যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি তাদের জন্য ভালোবাসা।’

তিনি সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে অভিশাপ দিয়েছেন, বিশ্বাস করুন এসব কখনও কোনো কাজে লাগেনি। আপনার সময় ও শক্তি আপনি কিভাবে ব্যয় করবেন সে সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘খুফিয়া’ সিনেমার সুবাদে বাংলাদেশ-ভারতের দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন বাঁধন। বিশাল ভরদ্বাজের এই সিনেমার গল্প এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন টাবু। 

বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমান ওরফে অক্টোপাস চরিত্রের সঙ্গে। আর এই ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। গেল ৫ অক্টোবর এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।