প্রেমিকাকে নিয়ে সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে হৃত্বিক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেমিকা সাবা আজাদ ও সাবেক স্ত্রী সুজানা খানের প্রেমিকের সঙ্গে হৃত্বিক রোশন

প্রেমিকা সাবা আজাদ ও সাবেক স্ত্রী সুজানা খানের প্রেমিকের সঙ্গে হৃত্বিক রোশন

দীর্ঘদিন আগেই দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হৃত্বিক রোশন ও সুজানা খান। সংসার জীবনের ইতি টানলেই তাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। তবে অতিত ভুলে দু’জনেই সবকিছু আবার নতুনভাবে শুরু করছেন। গত কয়েকদিনে যার প্রমাণ বহুবার মিলেছে।

অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হয়েছে হৃত্বিক রোশনের। এতোদিন সেটি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দু’দিন আগে প্রেমিকার হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে সম্পর্কে সিলমোহর দিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন

অন্যদিকে, হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানা খানের আরস্লান গোনি নামে একজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে। এমনকি তাদেরও সম্প্রতি হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সাবেক দম্পতি হৃত্বিক-সুজানা তাদের প্রেমিক-প্রেমিকাকে নিয়ে গোয়া ঘুরতে গিয়েছিলেন। যার কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে সাবেক স্ত্রী সুজানার প্রেমিক আরস্লান গোনির সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিতে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ছবিটিতে একেবারে নতুন লুকে দেখা গেছে হৃত্বিক রোশনকে। প্রেমিকা সাবা আজাদের কোমরে হাত দিয়ে রেখেছেন তিনি। আর প্রেমিকের কাঁধে ছিলো সুজানার হাত।