৮ বছর পর প্রকাশ্যে অমৃতার বিয়ের ছবি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমৃতা রাও ও আরজে আনমোল

অমৃতা রাও ও আরজে আনমোল

বলিউড অভিনেত্রী অমৃতা রাও। ‘ইশক ভিশক’ ছবির মধ্য দিয়ে ২০০৩ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন অমৃতা। এরপর ‘বাহ! লাইফ হো তো অ্যায়সা’ ও ‘বিবাহ’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দেন তিনি।

 

বিজ্ঞাপন

কিন্তু দীর্ঘদিন ধরেই লাইমলাইটের আড়ালে রয়েছেন অমৃতা রাও। কাজের দিক থেকে সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠাকরে’ ছবিতে দেখা গেছে অমৃতা রাওকে।

বলিউডের এই অভিনেত্রী ২০১৪ সালে প্রেমিক আরজে আনমোলের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান। অনেকটা গোপনেই এই শুভ কাজটি সম্পন্ন করেছিলেন অমৃতা-আনমোল।

বিজ্ঞাপন

ইতিমধ্যে বিয়ের সকল তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অমৃতা-আনমোল। এবার নিজেদের ইউটিউব চ্যানেল এই দম্পতির তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। যার শিরোনাম ‘বিবাহ’।

ওই ভিডিওতে দু’জনের বাবা-মা তাদের সন্তানদের গোপন বিয়ে নিয়ে জানা-অজানা নানা তথ্য শেয়ার করেছেন। সেই সঙ্গে দেখা গেছে এই দম্পতির বিয়ে ও মেহেদী অনুষ্ঠানের কয়েকটি ছবিও।