১০০ কোটির ঘরে ‘গাঙ্গুবাঈ’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র পোস্টার

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র পোস্টার

বক্স অফিসে বাজিমাত করলো আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। গত ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবিটি। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ঘরে পৌঁছে গেলো ছবিটি।

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন শান্তুনু মহেশ্বরি। আজ (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ছবিটির শত কোটি আয়ের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তুনু।

বিজ্ঞাপন

এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ থেকে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাঠিয়াওয়াড়ি গুজরাত থেকে মুম্বাই পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে ধোঁকা খেতে হয়েছিল এই কিশোরীকে। বিয়ে করেও স্বামী তাকে বিক্রি করে দেয়। এরপর ডন করিম লালার একাধিক গ্যাং মেম্বার তাকে বারবার ধর্ষণ করে। তবুও হাল ছাড়েননি গাঙ্গুবাঈ। ঘুরে দাঁড়িয়েছিলেন। শেষমেষ করিম লালার সঙ্গে সাক্ষাৎ করেন গাঙ্গুবাঈ। তার এই অদম্য মনোভাব জয় করে নিয়েছিল করিম লালার মন। তাকে নিজের বোনের সম্মান দেয় করিম। এরপরই কামাঠিপুরায় একটি গণিতালয় শুরু করেন গাঙ্গুবাঈ। এমন গল্প নিয়েই নির্মিত সঞ্জয়লীলা বানসালি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’।