শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিল এনসিবি’র বিশেষ তদন্তকারী দল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। দীর্ঘদিন সেটি ‍গুঞ্জন বলে ধরা হলেও, বুধবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টিজার প্রকাশ করে ছবিটিতে অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শাহরুখ।

চমকপ্রদ তথ্য হলো- একইদিন আরও একটি খুশির খবর এসেছে খান পরিবারে। আর সেটি হলো- মাদকযোগে কোন প্রমাণ না পাওয়ায় আরিয়ান খানকে ক্লিনচিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মাদক মামলায় মাসের পর মাস তদন্তের পর আরিয়ান খানের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল (SIT)।

কোনও বড় ষড়যন্ত্রের অঙ্গ নন শাহরুখপুত্র। অপরাধও করেননি। এমনটাই নাকি বেরিয়ে এসেছে সিটের তদন্তে।

গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খান আটক করা হয়। পরে ৩ অক্টোবর গ্রেফতার করা হয় শাহরুখ পুত্রকে। এরপর প্রায় এক মাস মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকার পর গত ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।