‘পাঠান’ দিয়েই রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান

শাহরুখ খান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। ‘পাঠান’ দিয়েই রূপালি পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ খান। এর মধ্য দিয়ে চার বছর পর বড়পর্দায় দেখা যাবে কিং খানকে।

বুধবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি প্রোমো শেয়ার করে ‘পাঠান’-এ অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শাহরুখ খান। একইসঙ্গে ভক্তদের ছবিটির মুক্তির তারিখও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউড বাদশা টুইটারে লিখেছেন, “আমি জানি একটু দেরি হয়ে গেছে। কিন্তু তারিখটি মনে রাখবেন অবশ্যই। ‘পাঠান’র সময় এখন থেকে শুরু। আগামী বছরের ২৫ জানুয়ারি আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।”

বিজ্ঞাপন

যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটিতে বলিউডের এই সুপারস্টারের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়া আছেন জন আব্রাহাম।

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম

সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিলো শাহরুখ খানকে। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এছাড়াও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কাজল, রানি মুখার্জি, শ্রীদেবী, দীপিকা পাড়ুকোনসহ অনেককে। কিন্তু একঝাঁক তারকার উপস্থিতিও ছবিটিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচাতে পারেনি।