খান পরিবারের সুন্দর কিছু মুহূর্ত

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তিন সন্তান ও স্ত্রীর সঙ্গে শাহরুখ খান

তিন সন্তান ও স্ত্রীর সঙ্গে শাহরুখ খান

স্ত্রী গৌরি, দুই ছেলে আরিয়ান, আব্রাম এবং এক মেয়ে সুহানা খানকে নিয়েই সাজানো-গোছানো সুন্দর একটি পরিবার শাহরুখ খানের।

বলিউডের এই সুপারস্টার থেকে শুরু করে তার স্ত্রী এবং সন্তানরা প্রায় সময়ই তাদের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

বিজ্ঞাপন

কিন্তু সম্প্রতি খান পরিবারের সুন্দর কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া সেসব ছবির মধ্যে রয়েছে একটি পোট্রেট। যেখানে শুরুতে আরিয়ান খান, এরপর ছেলে আব্রামকে কোলে নিয়ে শাহরুখ খান, সুহানা খান এবং সবশেষ দাঁড়িয়ে আছেন গৌরি খান।

বিজ্ঞাপন

জানা গেছে, ছোট ছেলে আব্রাম খানের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেসময় ক্যামেরাবন্দি করা হয় খান পরিবারের এই সুন্দর মুহূর্তগুলো।

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটিতে বলিউডের এই সুপারস্টারের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়া আছেন জন আব্রাহাম। যদিও বা নতুন ছবিটি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি কিং খান।