আগামীকাল পরীমনির ‘মুখোশ’র প্রিমিয়ার

  • কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়াউল রোশান ও পরীমনি

জিয়াউল রোশান ও পরীমনি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি আগামীকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন পরীমনি।

শুক্রবার (৪ মার্চ) সিনেমাটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। অনেক আগেই সিনেমার কাজ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে মুক্তি এতদিন দেননি সিনেমার পরিচালক ইফতেখার শুভ। গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল মুখোশ সিনেমা। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয় তখন।

বিজ্ঞাপন

সিনেমাটির মুক্তি নিয়ে ইফতেখার শুভ বলেন, আগামী ৪ মার্চ ‘মুখোশ’র মুক্তির তারিখ ফাইনাল করেছি আমরা। আশা করছি সরকারি স্বাস্থ্যবিধি মেনে হলে এসে সিনেমাটি দেখবেন দর্শক। আর এর আগে আগামীকাল ২ মার্চ সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত ৩৬টি সিনেমা হলের বুকিং পেয়েছি। ছবিটি নিয়ে আমরা আশাবাদী ।

‘মুখোশ’ সিনেমাটি নির্মিত হয়েছে নির্মাতা শুভরই ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। এখানে পরীমনির বিপরীতে আছেন জিয়াউল রোশান। আরও আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত।

বিজ্ঞাপন

ব্যাচেলর ডট কম প্রোডাকশনের ব্যানারে এ সিনেমার পরিবেশনার দায়িত্ব নিয়েছে দেশের নামকরা প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, প্রাণ রায়, ফারুক আহমেদ,তারেক স্বপনস, ইলিনা শাম্মীসহ অনেকে।