বড় মেয়ের পর এবার বলিউডে শ্রীদেবীর ছোট মেয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খুশি কাপুর

খুশি কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর দুই মেয়ে জানভি কাপুর ও খুশি কাপুর। মায়ের পথ অনুসরণ করে ৪ বছর আগেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন জানভি কাপুর। এরইমধ্যে বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিও দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

জানভি কাপুর বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পরপরই নেটিজেনকে মুখে ছিলো একটি প্রশ্ন আর সেটি হলো- তার ছোট বোন খুশি কাপুর কবে অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন?

বিজ্ঞাপন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। মেয়ের বলিউড অভিষেকের কথা নিজেই জানালেন প্রযোজক বনি কাপুর।

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করবে। ব্যাস! এখনই এর থেকে বেশি কিছু বলতে পারব না আমি।’

বিজ্ঞাপন
বোন জানভি কাপুরের সঙ্গে খুশি কাপুর

সেই সঙ্গে বনি আরও জানান, আগামী এপ্রিল থেকেই নতুন ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন খুশি কাপুর।

শোনা যাচ্ছে, নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন জোয়া আখতার। যেখানে প্রধান ভূমিকায় নাকি দেখা যেতে পারে শাহরুখকন্যা সুহানা, শ্রীদেবীকন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি আগাস্তিয়া নন্দাকে। আর এই ছবির মধ্য দিয়েই হয়তো বলিউড অভিষেক হতে যাচ্ছে খুশির।