সেরা মামা সালমান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আহিল ও আয়াতের সঙ্গে সালমান খান

আহিল ও আয়াতের সঙ্গে সালমান খান

‘দাবাং: দ্য ট্যুর রিলোডেড কনসার্ট’-এর জন্য এই মুহূর্তে মরু শহরে দুবাইতে রয়েছেন সালমান খান। এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছে তার বোন অপির্তা খান শর্মার দুই সন্তান আহিল ও আয়াত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক ইভেন্ট প্রোডাকশন কোম্পানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে ব্যাকস্টেজে আহিল আর আয়াতের সঙ্গে মাস্তির মুডে পাওয়া গেল সালমানকে। ‘রেস থ্রি’ ছবির ‘আল্লাহ দুহাই’ গানটি বাজছে ব্যাকগ্রাউন্ডে, আর হাঁটু মুড়ে বসে নাচছেন ভাইজান।

বিজ্ঞাপন

এই ভিডিওর কমেন্ট বক্সে সালমান ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তাদের প্রিয় ভাইজানকে। ‘পৃথিবীর সেরা মামা’র খেতাবও উঠেছে সালমানের মাথায়। কেউ কেউ তো এটিকে ‘সেরা মুহূর্ত’ বলেও মন্তব্য করেছেন।

 
 
 
View this post on Instagram

A post shared by JA Events (@thejaevents)

বিজ্ঞাপন

সালমান খান ছাড়াও ‘দ্য দাবাং ট্যুর রিলোডেট’-এর অংশগ্রহণ করবেন আয়ুশ শর্মা, দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, মণীশ পল, সাই মঞ্জরেকর।