ছবিতে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনী’

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোশাররফ করিম ও পার্নো মিত্র

মোশাররফ করিম ও পার্নো মিত্র

নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে ফজলুল তুহিনের পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বিলডাকিনী’। নওগাঁর পতিসরে চলছে এর শুটিং। গত ৩ জানুয়ারি থেকে চলচ্চিত্রটির চিত্রধারণ চলছে। 

বললেন, “গ্রামাঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দ্বন্দের একটি গল্প। একটি মেয়ের সন্তান হয়। কিন্তু সন্তানটা কার তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। গ্রামবাসীরা কেউ মেয়েটার পক্ষে দাঁড়ায়, কেউ বিপক্ষে দাঁড়ায়। কিন্তু মেয়েটা তার গর্ভের সন্তান নিয়ে কোন আপোষ করতে চায় না। সেই নারীটার গল্প নিয়েই ‘বিলডাকিনী’। চরিত্রটির নাম হনুফা। এ চরিত্রেই অভিনয় করছেন পার্নো মিত্র।”

বিজ্ঞাপন

পার্নো মিত্রর সঙ্গে চলচ্চিত্রটি অভিনয় করছেন মোশাররফ করিম। দুজনই চলচ্চিত্রটি নিয়ে উচ্ছ্বসিত। নির্মাতা জানান, একটানা নির্মাণে আগামী ২৭ তারিখ পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে। চলুন দেখে নেয়া যাক কেমন লাগছে দুই বাংলার জনপ্রিয় দুই অভিনেতাকে।

চলচ্চিত্রের একটি দৃশ্যে পার্নো মিত্র

লুৎফর রহমান জর্জকে দেখা যাবে ভিন্ন একটি চরিত্রে

ক্যামেরার মনিটরে সিনেমার দৃশ্য

গ্রামীন সবুজে মজেছেন পার্নো

নাচ..

নির্মাতা ফজলুল তুহিনের সামনে মহড়ায় শিল্পীরা

 

বিজ্ঞাপন