করোনা আক্রান্ত চিরঞ্জীবী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিরঞ্জীবী

চিরঞ্জীবী

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে কার্যত ধরাশায়ী গোটা বলিউড, টলিউড ও কলিউড ইন্ডাস্ট্রি। চলচ্চিত্র পাড়ায় এই মুহূর্তে করোনা পজিটিভের সংখ্যাটা এতটাই বেশি যে কাকে ছেড়ে কার কথা মনে রাখবেন! প্রত্যেক দিন কেউ না কেউ করোনায় সংক্রমিত হওয়ার দুঃসংবাদ দিচ্ছেন। বুধবার (২৬ জানুয়ারি) অভিনেতা চিরঞ্জীবী জানালেন করোনায় আক্রান্ত তিনি।

বুধবার সকালে টুইট করে চিরঞ্জীবী জানান, ‘প্রিয় সকলে, সমস্ত সতর্কতা অবলম্বন করার পরও আমি করোনা আক্রান্ত। গত রাতে আমার রিপোর্ট আসে, মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে বাড়িতে আইসোলেশনে রেখেছি।’

বিজ্ঞাপন

একইসঙ্গে তার অনুরোধ, গত কয়েক দিন ধরে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।

এ মুহূর্তে চিরঞ্জীবী ব্যস্ত রয়েছেন ‘আচার্য’ ছবির কাজ নিয়ে। এটি পরিচালনায় রয়েছেন কোরাতলা শিবা। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। চিরঞ্জীবীর পাশাপাশি এই ছবিতে দক্ষিণী তারকা রাম চরণও মুখ্য চরিত্রে অভিনয় করছেন।