১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নিক-প্রিয়াঙ্কার কন্যা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

আনন্দের জোয়ারে ভাসছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ফুটফুটে এক রাজকন্যা এসেছে এই তারকা দম্পতির ঘরে।

শনিবার (২২ জানুয়ারি) রাতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে এই তারকা দম্পতির রাজকন্যার জন্ম হয়। যদিও নবজাতকের নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রাজকন্যার আগমনের কথা নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

কিন্তু জানেন কি নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নিক-প্রিয়াঙ্কার কন্যা?

বিজ্ঞাপন

পশ্চিমা সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ দিকে জন্ম নেওয়ার কথা ছিলো নিক-প্রিয়াঙ্কার সন্তানের। কিন্তু নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে সে।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নিক-প্রিয়াঙ্কার সন্তান এবং ওই সারোগেট মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে নিক-প্রিয়াঙ্কা এখন তাদের সন্তানকে সুস্থতার সঙ্গে লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।