বিচ্ছেদ হয়নি ধানুশ-ঐশ্বরিয়ার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঐশ্বরিয়া ও ধানুশ

ঐশ্বরিয়া ও ধানুশ

“বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বরিয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা। আগামী দিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’ গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই পোস্ট করে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে ১৮ বছরের সংসার জীবন ইতি টানার ঘোষণা দেন ধানুশ।

কিন্তু ধানুশ-ঐশ্বরিয়া আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার একদিন পর ধানুশের বাবা কস্তুরী রাজা রজনীকান্ত কন্যার সঙ্গে তার ছেলের ডিভোর্সের খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কস্তুরীর মন্তব্য, “দাম্পত্য কলহের জেরেই তারা আলাদা হয়ে গিয়েছে। ধানুশ-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হয়নি। এটি পারিবারিক ঝগড়া মাত্র। যেটা প্রত্যেক দম্পতির মধ্যেই হয়ে থাকে।”

তিনি আরও জানান, দু’জনের কেউই এখন চেন্নাইতে নেই, রয়েছেন হায়দ্রাবাদে। ছেলে বৌমাকে ফোন করে তিনি পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। ২০০৪ সালে তাকে বিয়ে করেন দক্ষিণের এই তারকা। তখন তার বয়স ছিল মাত্র ২০। পরে ২০১২ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ঐশ্বরিয়া। তার প্রথম ছবি ‘৩’-এর নায়ক ছিলেন ধানুশ। সেই সিনেমার গান ‘কোলাভরি ডি’ তুমুল জনপ্রিয় হয়েছিল।

কিছুদিন আগেই মুক্তি পয়েছে আনন্দ এল রাই পরিচালিত ছবি ‘আতরাঙ্গি রে’। অক্ষয় কুমার, সারা আলি খানকে ছাপিয়েও ধানুশের অভিনয় প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।