চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এখন নতুন পথের পথিক নাগা চৈতন্য ও সামান্থা রুথপ্রভু। কিন্তু কেন ভাঙল তাদের সম্পর্ক? সেই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কেননা প্রকাশ্যে বিচ্ছেদ নিয়ে এতোদিন মন্তব্য করেননি সাবেক এই তারকা দম্পতির কেউই।
অবশেষে সামান্থার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য। সম্প্রতি ‘বঙ্গরজু’ ছবির প্রচারের জন্য একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাগা। সেখানে তিনি বলেন, “বিচ্ছেদ হওয়াটা কোনও খারাপ বিষয় নয়। সেটি একটি সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তিগত সুখ-শান্তির জন্য। সে খুশি, আমিও খুশি। তাই ডিভোর্স সেইসব পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত।”
বিজ্ঞাপন
দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী, পেশা কাল হয়ে দাঁড়াল দু’জনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম নাচবে তা চাননি নাগার্জুন ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু তা মানতে নারাজ ছিলেন সামান্থা।
গত ২ অক্টোবর চার বছরের দাম্পত্য ইতি টানার ঘোষণা করেন নাগা-সামান্থা।
বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন।
গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসেন। ছিলেন কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।
তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।
পড়শীর মা গণমাধ্যমে বলেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। নাটকেও অভিনয় করছেন তিনি।
একই ‘ক্ষুদে গানরাজ’-এ অসংখ্য প্রতিভাধর ক্ষুদে শিল্পীদের সাথে নাম লিখিয়েছিলেন টাঙ্গাইলে জন্ম নেয়া ছোট্ট নিলয়। রঙের দুনিয়া তরে চাই না, তুমি যদি বলো, মুনের দুঃখ মনে রইলো কিংবা সোয়াচান পাখির মতো গানগুলো গেয়ে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। সেরা ছয়ে থামে তার ক্ষুদে গানরাজের সফর!
এরপর দেশ বিদেশে বহু স্টেজ শো করেছেন এই ক্ষুদে শিল্পী। কিন্তু ২০১০ সালে বাবা-মায়ের সাথে তাকে পাড়ি দিতে হয় সুদূর আমেরিকায়। সেখানেই স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সংগীত ছাড়েননি নিলয়। পড়ালেখার পাশাপাশি সংগীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিমগ্নচিত্রে গানের কথা লিখে গেছেন। শুধু তাই নয়, পরিবারের সমর্থন থাকায় নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিকের উপরেই!
দীর্ঘদিন পর এবার নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন ক্ষুদে গানরাজের সেই নিলয়! বুধবার নিউ ইয়র্ক থেকে এই শিল্পী জানালেন, আগামি ১১ ফেব্রুয়ারি ‘ওয়ার্ল্ড মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে আসবে তার কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গান ‘তোমার জন্য’। আর এই গানটি প্রকাশ্যে আনার উদ্যোগ নেয়ায় তিনি কৃতজ্ঞতা জানান ইজাজ খান স্বপনের প্রতি।
নিলয়ের সাথে কথা প্রসঙ্গে তিনি জানান, আমেরিকায় গেলেও তিনি সংগীতের সাথেই ছিলেন। বিশেষ করে গানের কথা লিখতে আগে থেকেই তিনি পছন্দ করতেন বলেও জানান। তার লেখা গানগুলো এবার প্রকাশের উদ্যোগের অংশ হিসেবেই আসছে ‘তোমার জন্য’।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! গতকাল (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
এর আগে উৎসবে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। আলোচনা অনুষ্ঠান শুরুর আগে বিগত এক বছরে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনদের প্রয়াণ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এমন একটি চলচ্চিত্র উৎসব আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। এ সময় তিনি ঢাকাকে সংস্কৃতি চর্চার লীলাক্ষেত্র করার প্রয়াস ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রত্যাশা করি, ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি ও বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। সেই সংস্কৃতি চর্চার লীলাক্ষেত্র হবে ঢাকা।’
তিনি আরও বলেন, ‘এমন চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নিজেদের ছবিকে তুলে ধরতে পারছি। এমন গ্লোবাল প্লাটফর্মগুলোতে কীভাবে আরো আমাদের নিজেদের ছবিকে সমৃদ্ধ করতে পারি, সরকারের জায়গা থেকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।’
উৎসব আয়োজক ও নির্মাতাদের উদ্দেশে নাহিদ ইসলাম এ সময় বলেন, ‘আমাদের সংগ্রামের ইতিহাস, সংস্কৃতি- সেগুলো আপনারা বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরুন, তাতে বাংলাদেশের শিল্প সংস্কৃতিক বিকাশ ঘটবে। আর সেখানে সিনেমা একটি বিশেষ ভূমিকা রাখবে, সেটিই আমাদের প্রত্যাশা।’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে উৎসবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান আহমেদ মুজতবা জামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসিনেমার সাথে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। বিশেষ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উৎসবে সহযোগিতা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এই উৎসবে চীনকে এবার ফোকাস কান্ট্রি হিসেবে মর্যাদা দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সেই সঙ্গে চীনের ছবিগুলো উপস্থিত দর্শকদের দেখারও আমন্ত্রণ জানান। উৎসবের উদ্বোধনী ছবিও চীনের, নাম ‘মুন ম্যান’।
৯ দিনব্যাপী এই আয়োজনে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন ও অলিয়ঁস ফ্রঁসেজ। এছাড়া এবার যুক্ত হয়েছে নর্থ সাউথ ও গ্রিন বিশ্ববিদ্যালয়, এই দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিদিনই থাকছে সিনেমা প্রদর্শনী।
ঘোষণার ৫ বছর পর গত শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গেলেও অবশেষে মুক্তি পেয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সে বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এবার জানা গেল মুক্তির প্রথম দিনে কত আয় করেছে ছবিটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি রুপি! যার ভেতর শুধুমাত্র ভারত জুড়েই ছবিটি আয় করেছে ৬৫ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলুগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে!
‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।
রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত।
‘সোল ম্যান’, ‘হোল্ড অন, আই অ্যাম কামিং’–এর মতো জনপ্রিয় গানের শিল্পী স্যাম মুর মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তার মৃত্যু হয়েছে। স্যাম মুরের বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও দুই নাতি রেখে গেছেন স্যাম।
ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তারা। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে জুটি ভেঙে যায়, স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।
স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি সাংবাদিকদের জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৮৮ সালে এক কার দুর্ঘটনায় ডেভের মৃত্যু হয়। ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে স্যাম ও ডেভ। গানের বাইরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম।
১৯৩৫ সালে মিয়ামিতে জন্ম স্যামের। চার্চে সংগীত চর্চা করতেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে স্যাম ও ডেভ তুমুল জনপ্রিয়তা পান।