তৃতীয় সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সুস্মিতা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তিন সন্তানের সঙ্গে সুস্মিতা সেন

তিন সন্তানের সঙ্গে সুস্মিতা সেন

মাত্র ২৪ বছর বয়সে পরিবার শুরু করার সিদ্ধান্ত নেন সুস্মিতা সেন। এর অংশ হিসেবে ২০০০ সালে প্রথম কন্যা সন্তান রেনেকে দত্তক নেন সুস্মিতা। এর ১০ বছর পর আরও একটি কন্যা সন্তান দত্তক নেন বলিউডের এই অভিনেত্রী। যার নাম তিনি রাখেন আলিশা।

এদিকে, সুস্মিতার বয়স ৪৬ বছর হলেও এখনও পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। তবে বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার। সম্প্রতি তার ১১ নাম্বার প্রেমিক রোহমান শলের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

বিজ্ঞাপন

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ভক্তদের একটি সুসংবাদ দিলেন সুস্মিতা সেন। তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

তবে এবার মেয়ে নয়, একটি পুত্র সন্তান দ্ত্তক নিয়েছেন সুস্মিতা সেন। বুধবার (১২ জানুয়ারি) ছেলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন সুস্মিতা। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুস্মিতা পুত্রের ছবি যা রীতিমতো ভাইরাল।

দুই কন্যা সন্তান দত্তক নেওয়ায় আগেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন। এবার আরও একটি সন্তান দত্তক নেওয়ায় সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

কাজের দিক থেকে সবশেষ ‘আরিয়া টু’তে দেখা গেছে সুস্মিতা সেনকে।