প্রেমিকের ক্যামেরায় আলিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলিয়া ভাট

আলিয়া ভাট

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই তারকা জুটি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বারবার পিছিয়ে যাচ্ছে শুভ কাজটি।

এদিকে, ২০২২ সালকে স্বাগত জানানোর জন্য প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে কেনিয়ার মাসাই মারাতে গিয়েছিলেন আলিয়া ভাট।

বিজ্ঞাপন

ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন আলিয়া ভাট।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ জানুয়ারি) বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। যেখানে তাকে বিভিন্ন ঢঙে পোজ দিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

মজার বিষয় হলো- আলিয়া ভাটের এই ছবিগুলো তাকে তুলে দিয়েছেন তারই প্রেমিক রণবীর কাপুর।

ছবিগুলোর ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা।’


বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট। এছাড়াও এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’-এ দেখা যাবে তাকে। রয়েছে ‘জি লে জারা’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজও।

অন্যদিকে, ‘ব্রক্ষ্মাস্ত্র’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। এতে তার রিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।