অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘ট্রিপল আর’র মুক্তি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ট্রিপল আর’ ছবির পোস্টারে রাম চরণ ও জুনিয়র এনটিআর

‘ট্রিপল আর’ ছবির পোস্টারে রাম চরণ ও জুনিয়র এনটিআর

ওমিক্রন আতঙ্ক ঘিরে ধরেছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এর জেরেই ভারতে একের পর এক রাজ্যে তালাবন্ধ হচ্ছে সিনেমা হল। দিল্লিতে সিনেমা হল আগেই বন্ধ হয়েছে, মহারাষ্ট্রেও নাইট কার্ফু জারির জেরে শো সংখ্যা কমেছে। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল জুনিয়র এনটিআর, রামচরণ ও আলিয়া ভাট অভিনীত ‘ট্রিপল আর’র মুক্তিও।

আগামী ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলি পরিচালিত এই ‘ট্রিপল আর’।

বিজ্ঞাপন

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ডিভিভি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সবার স্বার্থের কথা মাথায় রেখে আমরা বাধ্য হয়েই আমাদের ছবির মুক্তি স্থগিত করছি। আমাদের আন্তরিক ধন্যবাদ সকল অনুরাগীদের, দর্শকদের তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সবরকম চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে। কারণ ভারতের একাধিক রাজ্যে সিনেমা হল বন্ধ হচ্ছে। আমাদের সামনে আর কোনও পথ খোলা নেই আপনাদের উত্তেজনাটা আরেকটু সময়ের জন্য ধরে রাখতে বলা ছাড়া। আমরা সঠিক সময়ে ভারতীয় সিনেমার গৌরব ফিরিয়ে আনার কথা দিচ্ছি।’

বিজ্ঞাপন

শুধু এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ নয়, ওমিক্রন আতঙ্কে শহিদ কাপুর ও ম্রনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ ছবির মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।