ফের করোনায় আক্রান্ত অর্জুন কাপুর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন অর্জুন কাপুর। আজ (২৯ ডিসেম্বর) অর্জুনের বোন অংশুলার জন্মদিন। আর এদিনেই করোনা পজিটিভ হওয়ার খবর পেলেন দুই ভাই-বোন।

অর্জুন-অংশুলার পাশাপাশি সঙ্গে অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানির করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে।

বিজ্ঞাপন

করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই আইসোলেশনে চলে যান অর্জুন কাপুর ও অংশুলা। রিয়া আর তার স্বামী করণও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

শোনা যাচ্ছে, করোনা পরীক্ষা করাবেন অর্জুনের প্রেমিকা মালাইকা আরোরাও।

বিজ্ঞাপন
অর্জুন কাপুর ও অংশুলা কাপুর

আপাতত বিএমসি’র পক্ষ থেকে বলিউডের এই অভিনেতার পুরো বাড়ি স্যানেটাইজ করার কাজ চলছে। সঙ্গে সিল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট।

গত বছরের সেপ্টেম্বর প্রেমিকা মালাইকা আরোরা করোনা আক্রান্ত হওয়ার পর পরই খবর আসে অর্জুন কাপুর করোনা আক্রান্ত। এই ঘটনার দেড় বছর কাটতে না কাটতেই ফের করোনা থাবা বসাল অর্জুনের শরীরে।