করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সোহেল রানা
প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিনেতার ভাই মাসুম পারভেজ রুবেল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
অভিনেতা রুবেল বলেন, ভাইয়ের কোভিড ধরা পড়ায় গত তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
সোহেল রানা মহামারী শুরু হওয়ার আগে থেকেই বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় তার একটি ছবির শুটিং শুরু করার কথা ছিল। শারীরিক ও পারিপার্শ্বিক অবস্থার কারণে সেই সিনেমার শ্যুটিং করা হয়নি তার।
গুণী এই অভিনেতা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা এগারো জন’ প্রযোজনা করেছিলেন। প্রযোজক হিসেবেই চলচ্চিত্রে তার আগমন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার।
চলচ্চিত্র জগতের বাইরে রাজনীতিতেও সোহেল রানার বিচরণ ছিল। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এইচ এম এরশাদের মৃত্যুর পর চলতি বছরের অক্টোবরে তিনি এই পদত্যাগ করেন।