চলচ্চিত্র নির্বাণ-এ প্রিয়াম অর্চি
কখনো নারী ফুটবলার, কখনো বন্যার বিপদ সংকেতের মধ্যে পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করে যাওয়া করা যাওয়া এক নারীর চরিত্রে। আবার কখনো কলেজে পড়া শিক্ষার্থী। এমন নানা রকম চরিত্রে অভিনয় করেছেন তরুন অভিনেত্রী প্রিয়াম অর্চি।
এবার প্রিয়াম যুক্ত হলেন নতুন আরও একটি চলচ্চিত্রে। ছবিটির নাম নির্বাণ।
তবে এর আগে ইউএনডিপি ও এশিয়াটিকের ধারাবাহিক নাটক ‘ইচ্ছেডানা’য় নারী ফুটবলার হিসেবে অভিনয় করে নজর কাড়েন তিনি। এছাড়া গত মাসে ভারতের গোয়ায় বসছিল উপমহাদেশের প্রাচীন চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া (আইএফএফআই)।
৫২তম এই উৎসবের আসরে অংশ নিয়েছিল প্রিয়াম অর্চি অভিনীত পায়ের তলায় মাটি নাই’ ছবিটি। ওই ছবিতেই বন্যার বিপদ সংকেতের মধ্যে পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করে যাওয়া করা যাওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম।
তবে সদ্য চুক্তিবদ্ধ হওয়া ‘নির্বাণ’ চলচ্চিত্রটি একেবারেই আলাদা বলে জানালেন এই অভিনেত্রী।
নতুন ছবি ও তার চরিত্রটি নিয়ে প্রিয়াম অর্চি বলেন, “নির্বাণ একটা মেয়ের বাস্তব এবং মনোজাগতিক এক যাত্রার ভিতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প- যেই চরিত্রটি আমি করছি। এই খুঁজে পাওয়ার জার্নিটি গল্পে যেভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তা আমাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে ছবিটিতে কাজের ব্যাপারে। বর্তমানে প্রস্তুতি পর্ব চলছে, ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।”
এরইমধ্যে ছবিটির ওয়েবসাইট চালু করা হয়েছে। চুড়ান্ত করা হয়েছে অন্যান্য কাস্ট এন্ড ক্রু।
ছবিটির পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘নির্বাণ’ আসলে একটা জার্নি। নিজেকে আবিস্কারের জার্নি। এই জার্নিতে প্রিয়াম যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের। আমার মনে হয় সে ঠিকঠাক নিজের চরিত্রটি তুলে ধরতে পারবে।”
পরিচালক জানান, তারা শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। শীত শেষেই চুড়ান্তভাবে শুটিং হবে। নতুন বছরের গোড়াতেই শুটিং শেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবসহ মুক্তির বিষয়ে চিন্তা করছেন পরিচালক।
তবে প্রিয়াম এখন শুটিং করছেন ‘ইচ্ছেডানা’ ধারাবাহিক নাটকের সিজন ৩ এর। প্রথম সিজনে ক্লাস নাইনের ফুটবলার হিসেবে দেখা গেলেও তৃতীয় সিজনে তাকে দেখা যাবে কলেজ ছাত্রী হিসেবে। তবে ফুটবলার কিনা সেটা জানা যাবে তৃতীয় সিজন প্রচার শুরু হওয়ার পর।
এ ছাড়া প্রিয়াম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, রাকেশ বসু পরিচালিত ওয়েব ড্রামা- ‘এবাড়ি, ওবাড়ি’, আশিকুর রহমানের ‘যদি না থাকি’, সালাহউদ্দিন লাভলু ধারাবাহিক- ‘সোনার পাখি, রূপার পাখি’, আফসানা মিমির ‘সায়ংকাল’, সৈমো নজরুল পরিচালিত ‘গেছো তোতা, মেছো ভূত’, ইউএনডিপি ও এশিয়াটিকের ‘ইচ্ছেডানা’ নাটকগুলো।
তার অভিনীত উল্লেখ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, রাব্বী মৃধা পরিচালিত ও আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নেই’ ও সরকারি অনুদানে নির্মিত আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরান‘। টেলিভিশন ও চলচ্চিত্র ছাড়াও প্রিয়াম নিয়মিতভাবে মঞ্চে কাজ করছেন।